ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদ, নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুটুক্তি করায় এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী পালন করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।
নিউজ ডেস্ক: ধর্ষণ ও নারী নির্যাতন ঘটনার প্রতিবাদ, নারীর প্রতি সহিংসতা বন্ধে এবং জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুটুক্তি করায় এবং এ সকল ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচী পালন করেছে পাঁচলাইশ থানা ছাত্রলীগ।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় মুরাদপুর মোড়ে বিক্ষোভ মিছিল ও মোহাম্মদপুর বনফুলের সামনে আলোক প্রজ্জ্বলন কর্মসূচী পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা সোহেল বড়ুয়া,মুনতাসির বিল্লাহ,ফয়জুল আমিন চৌধুরী,মিশু কুমার দাশ,আবারার রাফি,একে নাঈম,তোজাম্মলে খান ফিরোজ,ফয়সাল সাঈদ,ইমরান হোসেন ইমন,ইনজামুল ইসলাম সাকিব,রনি মহাজন,আব্দুলাহ নোমান ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা আল-আমিন শেখ,ফয়েজ আহম্মদ,কাওসার আহম্মেদ সাকিব প্রমুখসহ। নারী নির্যাতনের ঘটনাসহ সকল ধর্ষণ -নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত পৃষ্ঠপোষকদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার অবসানের দাবিতে পাঁচলাইশ থানা ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও আলোক প্রজ্জ্বলন কর্মসূচি পালন করে।