দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনে কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে ৭ জনের মনোনয়নপত্র দাখিল
আকিব হৃদয়, কিশোরগঞ্জ: আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচন কিশোরগঞ্জ পৌরসভায় মেয়র পদে সাতজন প্রার্থী মনানয়নপত্র দাখিল করেছন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৬১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন মনানয়নপত্র দাখিল করেছন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ রবিবার (২০ ডিসম্বর) বিকাল পাঁচটা পর্যন্ত বেশীরভাগ প্রার্থী মনোনয়ন দাখিল করন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশ্রাফুল আলম উক্ত তথ্য নিশ্চিত করে জানান আগামী ২২ ডিসেম্বর বাছাই, ২৯ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ৩০ ডিসেম্বর প্রতিক বরাদ্দের তারিখ ধার্য্য হবে। মেয়র পদ আওয়ামী লীগ থেকে বর্তমান পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া এবং বিএনপি থেকে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাইল মিয়া মনানয়নপত্র দাখিল করেছন। এ ছাড়া আওয়ামী লীগ দুইজন ও বিএনপি থেকে একজন বিদ্রোহী সহ ইসলামী আন্দোলন ও ন্যাশনাল পিপলস পার্টি থেকে একজন করে প্রার্থীতা দাখিল করেছন।