দুর্গাপুরে অতিরিক্ত ভাড়া আদায়ে দু‘টি সিএনজি আটক, অর্থদন্ড

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এক চালককে জরিমান এবং দুটি সিএনজি আটক করেছে ভ্রাম্যমান আদালত। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে দুর্গাপুর সিএনজি স্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

অভিযান সুত্রে জানা গেছে, ঈদের পরের দিন থেকে সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত ভাড়া আদায় করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ জন চালককে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য চালকদের সর্তক করা হয়। অভিযানের খবর পেয়ে কয়েকজন চালক সটকে পড়ায়, আটক করা হয়েছে দু‘টি সিএনজি। অভিযান পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অপরদিকে দুর্গাপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মি. শাহীন এর নেতৃত্বে একটি সেনা টহল দল এবং দুর্গাপুর থানা পুলিশের সহায়তায় দুর্গাপুর-ময়মনসিংহ মহাসড়কের শিমুলতলী এলাকায় চেকপোস্ট স্থাপন করে এক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পথে আনা ভারতীয় ১শত পিস অলিভওয়েল সহ সুমন ভট্টাচার্য (৪০) নামে একজনকে আটক করা করা হয়েছে। পরবর্তীতে আটককৃত অলিভ অয়েল এবং ২টি সিএনজি দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

 

এ নিয়ে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সহায়তায় ঈদের পরদিন থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বাস ও সিএনজি গুলোতে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ‘জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন’ বিষয়ক এক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালকের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালাটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কৃষি […]