দুর্গাপুরের সম্মাননা পেলেন তিন সাংবাদিক

Share the post

তোবারক হোসেন খোকন,দুগার্পুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার পাহাড়ি সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন দুর্গাপুর প্রেসক্লাবের তিন সাংবাদিক। শুক্রবার (১লা আগস্ট) সন্ধ্যায় দুর্গাপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকার ১২ বছর পদার্পণ উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ‘র সঞ্চালনায় ও দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান। এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুসঙ্গ বার্তা পত্রিকার প্রতিষ্ঠাতা ও দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল তালুকদার, অন্যদের মাঝে, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ জিন্নাহ, সাবেক অধ্যক্ষ ও রাজনীতিবিদ মোঃ শহীদুল্লাহ্ খান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন—আহবায়ক ও ঢাকাস্থ দুগার্পুর সমিতির সভাপতি মো. রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেসক্লাবের সহ:সভাপতি মোঃ মোহন মিয়া, দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল সহ প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক, সুধীজন এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

আলোচনা শেষে, দৈনিক তথ্যধারা পিাত্রকার প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক এইচ এম সাইদুল ইসলাম, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও প্রেসক্লাবের নির্বাহী সদস্য ধ্রুব সরকার এবং দৈনিক বাংলার দর্পণ প্রতিনিধি ও প্রেসক্লাবের সম্মানিত সদস্য আ.ফ.ম. সফিউল্লাহ কে সম্মাননা স্ক্রেষ্ট প্রদান করা হয়।

উল্লেখ্য, সাপ্তাহিক সুসঙ্গ বার্তা পত্রিকা গত এক যুগে দুর্গাপুর উপজেলার নানা সমস্যা, প্রতিকার, সম্ভাবনা ও পর্যটনের অপার সম্ভাবনা নিয়ে নানা প্রতিবেদন তুলে ধরছেন। বস্তনিষ্ঠ সংবাদ আর পাঠকের আস্থার কারণে পত্রিকাটি দেখতে দেখতে দীর্ঘ ১২ বছর ধরে পাঠকদের মনে আস্থার জায়গা তৈরি করেছেন। এছাড়াও বিশেষ দিনগুলোতে বিশেষ সংখ্যা প্রকাশের মাধ্যমেও দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরছে প্রতিনিয়ত।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]

ভোলায় জিঙ্ক ধানের বীজ সংরক্ষণ ও বিপণন বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি : পুষ্টি নিরাপত্তা নিশ্চিত ও কৃষকদের আয় বৃদ্ধির লক্ষ্যে ভোলায় ‘জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ সংরক্ষণ ও বিপণন’ বিষয়ক এক দিনব্যাপী লিড ফার্মার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালকের কার্যালয়ে এই আয়োজন করা হয়। কর্মশালাটি গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), বাংলাদেশ-এর অর্থায়নে কৃষি […]