তেঁতুলিয়ায় ৩ রোহিঙ্গা তরুণী আটক

Share the post

মুহম্মদ তরিকুল ইসলাম : পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা তরুণীকে আটক করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টায় উপজেলা সদর ইউনিয়নের দর্জিপাড়া গ্রামের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কক্সবাজারের শ্বরণার্থী শিবিরের উখিয়া উপজেলার কুতুপালং গ্রামের আবুল ফয়েজের মেয়ে মাইজুমা (১৭), শফি উদ্দীনের মেয়ে শারমিন আক্তার (১৭) ও কুতুবদিয়া উপজেলার ভাসানচর গ্রামের আবুল কালামের মেয়ে নুর ছাফা (১৮)।

সরেজমিনে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সোয়া ৫টায় রোহিঙ্গা ক্যাম্পের সদস্য জানতে পেরে স্থানীয় লোকজনসহ চেয়ারম্যানকে সংবাদ দেয়। চেয়ারম্যান স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে নারী রোহিঙ্গাদের ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। আরও জানা যায়, ধৃত ব্যক্তিগণ মায়ানমারের নাগরিক। তাহারা ৮বছর যাবৎ বাংলাদেশের  রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছিলেন। গত রোববার (১৫ সেপ্টেম্বর) রোহিঙ্গা ক্যাম্প হতে বাহির হয়ে কক্সবাজারের ইসমাইলের মাধ্যমে গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজার সীমান্ত এলাকা দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে। ভারতে প্রবেশের পর গত শনিবার (২১ সেপ্টেম্বর) ভারতীয় সিআইডি তাহাদের আটক করে ভারতীয় বিএসএফের নিকট হস্তান্তর করে। অদ্য মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় বিএসএফ সীমান্ত মেইন পিলার নং ৪৪১/৭ এস দিয়ে তাহাদের অবৈধভাবে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দেয়। এরপর উপজেলার শারিয়ালজোত বিওপি ক্যাম্পের সদস্যরা সীমান্তের মেইন পিলার ৪২১ এর কাছাকাছি বাংলাদেশের অভ্যন্তরে সকাল ৭টায় স্থানীয়দের নিয়ে দর্জিপাড়া গ্রামের দর্জিপাড়া প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কক্সবাজারের উখিয়ার বাসিন্দা প্রতারক ইসমাইল হোসেন।

তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী বলেন, স্থানীয়দের কাছ থেকে জানতে পেরে ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে রোহিঙ্গা ওই তিন তরুণী তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদে বিজিবির হেফাজতে রয়েছেন। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি সাংবাদিকদের বলেন, বিজিবি স্থানীয়দের সহযোগিতায় ওই তিন রোহিঙ্গা তরুণীকে আটক করে সদর ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। এরপর আমরা বিষয়টি জেনে ওই তরুণীদের সঙ্গে কথা বলেছি। আমরা কক্সবাজারের শরণার্থী শিবিরেও যোগাযোগ করেছি। তারা সেখানকার বাসিন্দা বলে আমরা নিশ্চিত হয়েছি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ভারতে মহানবী (সা.) কে কটুক্তির প্রতিবাদে দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ

Share the post

Share the postদিনাজপুর প্রতিনিধিঃ ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শান নিয়ে কটুক্তি ও অবমাননা করায় দিনাজপুরে বিক্ষোভ সমাবেশ করেছেন দিনাজপুরের সর্বস্থরের ধর্ম প্রাণ সাধারন জনগণ। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে […]

ঠাকুরগাঁও ডিসি অফিসের কর্মচারী চাকুরীর কয়েক বছরে অঢেল সম্পদের মালিক তরিকুল

Share the post

Share the postজুনাইদ কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি হুকুম দখল ও গোপনীয় শাখা’র কর্মচারী তরিকুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) রনজিৎ তিগ্যা সহ স্থানীয়রা তাঁর দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। জানা গেছে, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের (ডিসি) […]