ট্রাফিক মতিঝিল বিভাগের উদ্যোগে আক্রান্ত ট্রাফিক পুলিশের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ

Share the post

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উদ্যোগে রাজারবাগ ট্রাফিক ব্যারাকের আক্রান্ত পুলিশ সদস্যদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে ফলমূল, শুকনো খাবার, খাবার স্যালাইন ও ঔষধসামগ্রী বিতরণ করা হয়েছে।

ডিএমপি নিউজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার জামিল হাসান বিপিএম, পিপিএম জানান, রবিবার বিকেলে রাজারবাগ ট্রাফিক ব্যারাকের পুলিশ সদস্যদের মাঝে ৩৩৭ প্যাকেট শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

তিনি বলেন মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যদের স্বাস্থ্যগত বিষয়, থাকা-খাওয়া ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি আক্রান্তদের পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন এবং তাঁদের অভয় ও উৎসাহ দিয়ে যাচ্ছেন।

মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ এনামুল হক মিঠু ডিএমপি নিউজকে বলেন, আমরা নিজ বিভাগের আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক দেখভালের পাশাপাশি ডিএমপির ট্রাফিক সদস্যদের মাঝেও শুভেচ্ছা উপহার পাঠিয়েছি। আমরা আশা করি এতে সব বিভাগের পুলিশ সদস্যরা সেবার আওতায় আসবেন এবং আক্রান্তরা উজ্জীবিত হবেন।

মতিঝিল জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহিদুল ইসলাম সোহাগ পিপিএম ডিএমপি নিউজকে বলেন, শুভেচ্ছা উপহার পেয়ে আক্রান্ত পুলিশ সদস্যরা আপ্লুত হয়ে ওঠেন।

মতিঝিল জোনের সিনিয়র এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, তাঁদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শীর্ষ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আক্রান্ত পুলিশ সদস্যগণ।

এ সময় পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক পিপিএম সহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) আক্রান্ত পুলিশ সদস্যদের পুষ্টিকর খাদ্য, ঔষধসামগ্রী ও মৌসুমী ফলমূল পাঠিয়েছেন।

ডিএমপি কমিশনারের প্রত্যক্ষ নির্দেশ ও নেতৃত্বে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ নেওয়া সহ যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিএমপির জয়েন্ট কমিশনার (প্রশাসন) শাহ মিজান শাফিউর রহমান বিপিএম-বার, পিপিএম-সেবার নেতৃত্বে ডিএমপির উচ্চপর্যায়ের একটি বিশেষ কমিটি আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতাল পরিদর্শন করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছেন। সূত্র : ডিএমপি নিউজ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]

আশুলিয়ার অলিগলিতে এখন মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন মাদক ব্যাবসায়ীগন উঠতি বয়সী তরুণরা প্রচন্ড ঝুঁকির মুখে!!!!

Share the post

Share the postমোঃ আবু ছালেহ বিপ্লব  ঢাকা জেলা প্রতিনিধি :ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া ভাদাইলসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মাদকের করাল গ্রাস। স্থানীয়রা অভিযোগ করছেন, পাড়া-মহল্লা, অলিগলি—কোথাও যেন নেই মাদক ব্যবসায়ীদের উপস্থিতি থেকে মুক্ত কোনো জায়গা। সম্প্রতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইয়াবা ও টাপেন্টাডল নামক একটি নতুন ধরনের মাদকের ব্যবহার। […]