ট্রাফিক বক্সে বিষ্ফোরণ: আলামত উদ্ধার, সন্দেহ নাশকতার

Share the post

চট্টগ্রাম: নগরের দুই নম্বর গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে সড়কের সিগন্যাল বাতির মেশিন থেকে বিষ্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হলেও, পুলিশ এটিকে নাশকতা হিসেবে সন্দেহ করছে।

ঘটনাস্থল থেকে বিষ্ফোরক জাতীয় দ্রব্যের আলামত উদ্ধার করা হয়েছে। তবে তা নিশ্চিত হতে ঢাকার বিশেষ বিষ্ফোরক বিশেষজ্ঞ টিমের অপেক্ষায় আছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বাংলানিউজকে বলেন, ট্রাফিক বক্সে বিষ্ফোরণের ঘটনাটি তদন্ত করছে পুলিশ। এটি নাশকতা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসছে। তারা এসে পরীক্ষা করে দেখবেন।

সিএমপির এক পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশ বক্সে বিষ্ফোরণের পর এটি সড়কের সিগন্যাল বাতি মেশিন থেকে সৃষ্ট বলে ধারণা করা হলেও তা নয়। ঘটনাস্থল থেকে বিষ্ফোরক জাতীয় দ্রব্যের আলামত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দুই নম্বর গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে বিষ্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত পাঁচজন আহত হয়।

আহতদের মধ্যে রয়েছেন: ট্রাফিক সার্জেন্ট আরাফাত হোসেন ভুঁইয়া, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতাউদ্দিন, স্থানীয় দুই যুবক জাহিদ বিন জাহাঙ্গীর ও মো. সুমন। এদের মধ্যে সার্জেন্ট আরাফাতের শরীরের ৮ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিস্ফোরণের ঘটনার পর থেকে নগরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। থানা, ফাঁড়ি এবং মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে সিএমপির পক্ষ থেকে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]