

মোঃ মুনির,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার বিভিন্ন গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। টিউবওয়েলে পানি ওঠা বন্ধ হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানির অভাবে গবাদিপশু পালন ও সংসারের কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর নিচে নামার কারণে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। তবে বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা করছে তারা।
খোঁজ নিয়ে জানা যায়, সরাইল উপজেলার মধ্যে ৯ টি ইউনিয়ন এর মধ্যে সবচেয়ে বেশি পানির সংকট সরাইল সদর ইউনিয়ন, নোয়াগাঁও, কালিকচ্ছ, শাহবাজপুর ও আরো বিভিন্ন গ্রামে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। গত জানুয়ারী মাস থেকেই পানি ওঠা কমে যায়। আর ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে এই সমস্যা তীব্র হতে শুরু করেছে। পানির সংকটের কারণে সামর্থ্যবান অনেকেই বাড়িতে মোটর বসিয়ে নিচ্ছেন।
সরেজমিনে সরাইল সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ টিউবওয়েলে পানি উঠছে না। অনেকে টিউবওয়েলের সঙ্গে মোটর বসিয়েছেন। তবে সেখানেও পানির দেখা মিলছে না। বানিবহ গ্রামের দিপালী শীল বলেন, গত দুই মাস ধরে পানির সমস্যা। একমাস আগে টিউবওয়েলের সঙ্গে মোটর বসিয়েছি, তাতেও পানি উঠছে না। এখন দূরের একটি মাঠের স্যালো মেশিন থেকে পানি আনতে হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অপরিকল্পিতভাবে শ্যালো মেশিন দিয়ে পানি তোলা এবং যত্রতত্র পুকুর-খাল-বিল ভরাটের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সামনে বৃষ্টিপাত না হলে পরিস্থিতির আরও অবনতি হবে।