“জুলাই অভ্যুত্থানের” প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দৌলতখানে জামায়াতের গণমিছিলে জনতার ঢল

Share the post
দৌলতখান (ভোলা) প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ভোলার দৌলতখানে জামায়াতে ইসলামী এক বিশাল গণমিছিলের আয়োজন করেছে। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, ইসলামী ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন । এসময় তারা জাতীয় পতাকা, দাঁড়িরপাল্লা প্রতীক, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে মিছিল করেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা আমির  হাসান তারেক হাওলাদারের নেতৃত্বে উপজেলা অফিস থেকে গণমিছিলটি শুরু হয়ে দৌলতখান বাজার দক্ষিণ মাথা সেলিম চত্বরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও জামায়াত মনোনীত ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজলুল করিম।
এসময় আরও উপস্থিতি ছিলেন, জেলা মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ, উপজেলা বাইতুল মাল সম্পাদক ওলিউল্লাহ ফয়েজ, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, পৌর আমির প্রভাষক গোলাম মাওলা সহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুল করিম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এক বছর পূর্ণ হলো। অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এদেশে আর কোনো স্বৈরাচার যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাই তৎপর থাকতে হবে। এছাড়াও তিনি আরও বলেন, নির্বাচনে যারাই জয়লাভ করবে তাদেরকে আমরা মেনে নেব। তারা দেশ শাসন করবে। তবে জেনোতেনো নির্বাচন আমরা চাই না। যেই প্রশাসন ১৮, ২৪ সালে নির্বাচন করেছে ওই প্রশাসন যদি এখনো বহাল তবিয়তে থেকে নির্বাচন পরিচালনা করে তাহলে ওই নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন হবে। এটা আমরা চাই না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

রাবির সোহরাওয়ার্দী হলে ডাস্টবিন দিলো কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ

Share the post

Share the post সৈয়দ মাহিন,রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা, দুর্গন্ধ ও মাছির উৎপাত থেকে রক্ষার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ব্যক্তি উদ্যোগে ৪ টি ডাস্টবিন দিয়েছেন কাউসার-সাচ্চু-ইমরুল পরিষদ। তারা আসন্ন রাকসু নির্বাচনে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনের একটি স্বতন্ত্র প্যানেল।আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় হলের ১ম ব্লকের প্রতিটি ফ্লোরে একটি করে ডাস্টবিন […]

জাজিরায় রাতে ১৫ আগষ্ট পালন করে ফেইসবুকে পোস্ট ভোর রাতেই দুইজন গ্রেফতার।

Share the post

Share the postমোঃ আমির হোসেন,শরীয়তপুর : শরীয়তপুরের জাজিরা উপজেলায়  ১৫ রাতে  শেখ মুজিবুর রহমানের মৃ*ত্যুবার্ষিকী সথা ১৫  পালন করে  আওয়ামী স্লোগান দিয়ে  ফেইসবুকে প্রচার করায় দুইজনকে গ্রেফতার করেছে জাজিরা থানা পুলিশ। জাজিরা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ভোরে বিলাসপুরের কাজিয়ারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ […]