জুয়ার আসর থেকে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী আটক

Share the post
শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার সখিপুর থানার দুলারচরে রাজনৈতিক দলের নেতাকর্মীদের জুয়ার আসর থেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে দুলারচরের ছাদিম হাওলাদারের কান্দিতে আওয়ামী লীগ নেতা শফি দেওয়ানের বাড়িতে গোপনে এ জুয়ার আসর বসে।
জানাগেছে, জুয়ার আসরে কাচিকাটা ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য আওয়ামী লীগ নেতাশফি দেওয়ান (৫৩), পিতাঃ মৃত আবুল কাশেম দেওয়ান, বিএনপির দুলারচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা আলাআমিন সরকার (৪৮), পিতাঃ আব্দুর রব সরকার, দাদন দেওয়ান (৫০), পিতাঃ মৃত ইদ্রিস আলি দেওয়ান এবং জিতু মল্লিক (৫০), পিতাঃ মৃত সোবহান মল্লিক জুয়া খেলছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করে। অভিযানকালে আসর থেকে নগদ অর্থ ও একটি তাসের বান্ডেল উদ্ধার করা হয়।
পরদিন শুক্রবার (১ আগস্ট) বিকাল তিনটায় তাদেরকে শরীয়তপুর আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক বলেন, “আমরা গোপন তথ্যের ভিত্তিতে জুয়া ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করি এবং সুকৌশলে জুয়ার আসর থেকে চারজনকে আটক করতে সক্ষম হই। তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কাছে স্পষ্ট। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
অন্যদিকে, এ ঘটনায় দুলারচরের রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কাঁচিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াল্লেম বেপারী বলেন, “যদি কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে, তাহলে দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত। আমরা দলের পক্ষ থেকেও কঠোর অবস্থানে আছি।”
স্থানীয় এলাকাবাসী জানায়, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের এমন কর্মকাণ্ডে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

সিরাজগঞ্জে কাজীপুরে জামায়াতে ইসলামের গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ও নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধ: সিরাজগঞ্জে জামায়াতে ইসলামের উদ্যোগে প্রথম গণঅভ্যুত্থান বর্ষপূর্তি ও নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন উপলক্ষে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  ১৪ আগস্ট সকাল ১১ টায় এই মিছিলটি শুরু হয় সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা  জামায়াতে ইসলামের কার্যালয় মেঘাই মডেল মসজিদ থেকে। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে  আলমপুর চৌরাস্তা সামনে এসে […]

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ভারত হতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ এর দায়ে ১৩ জনকে আটক করেছে বিজিবি

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্তে ভারত থেকে পুশইন করা ১৩ জনকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের, ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভোলাহাট ইউনিয়নের চাঁনশিকারী বিওপি’র  সীমান্ত পিলার ১৯৬/২-এস এর নিকট দিয়ে ১৩ জন পুরুষ নাগরিককে প্রতিপক্ষ ১১৯ ব্যাটালিয়ন […]