জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে ১৪ দল

Share the post

বিএনপি না এলেও আগামী জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল। তিন বছর পর গণভবনে জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান নেতারা। প্রধানমন্ত্রীর বাসভবনে বেলা পৌনে বারোটায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় সাড়ে তিন ঘণ্টা।

এসময় নেতারা বলেন, বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ১৪ দল খুব শিগগিরই মাঠে নামবে। প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠকে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্য, জোটের ভবিষ্যৎ ও আগামী সংসদ নির্বাচনসহ নানা বিষয় উঠে আসে।

২০১৮ সালের নির্বাচনে জয়ের পর আর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কোনো বৈঠক হয়নি ১৪ দলের। গত তিন বছর জোট কার্যকর ছিল না বলে ক্ষোভও জানান শরিক দলের নেতারা।

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জোটের কার্যক্রম সাজাতে মঙ্গলবার বৈঠক ডাকে আওয়ামী লীগ। এখনই আসনের বিষয়ে সিদ্ধান্ত হবে না। এ জন্য আরো আলোচনা প্রয়োজন, বিষয়টি অনেক বিষয়ের ওপর নির্ভর করে। নির্বাচন একসঙ্গে হবে। এ আলোচনা নির্বাচন ঘোষণার পরে হবে বলেও জানান নেতারা।

বৈঠক শেষে ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, ‘আগামী নির্বাচন ১৪ দলীয় জোটবদ্ধভাবে করা হবে। ১৪ দলের সঙ্গে ঐক্য বজায় থাকবে। সাম্প্রদায়িক শক্তির উত্থানে ১৪ দলের যে ভূমিকা, সেটিও অব্যাহত থাকবে।’

বিএনপি-জামায়াতসহ বিরোধী গোষ্ঠী বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে নামার চেষ্টা করছে উল্লেখ করে শেখ হাসিনা ১৪ দলকেও মাঠের কর্মসূচি দিয়ে বিরোধী শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক সূত্র জানিয়েছে।

এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপিকে মোকাবিলা করার নানা কৌশল ঠিক করা হয়েছে ১৪ দলের সভায়।

এছাড়াও বৈঠকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও আলোচনা করেন জোট শরিকরা। তেল, গ্যাস ও জ্বালানির দাম যাতে আর না বাড়ে সেজন্য পদক্ষেপ নেয়ার তাগিদ দেন নেতারা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

“পিতাকে খুন করে ৯৯৯ ফোন,কন্যার নিজের আত্নসমর্পণ”

Share the post

Share the postমাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : ঢাকার সাভারে উপজেলায় পিতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটছে। এ ঘটনায় ঘাতক মেয়ে নিজে ৯৯৯ কল করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার (৮মে) ভোরে সাভারের মজিদপুর কাঠালবাগান এলাকায় আ: কাদেরের ভাড়া বাড়ির একটি ফ্ল্যাটে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আব্দুল কাদেরের বাড়ির কেয়ারটেকার রহিজ উদ্দিন বলেন, গত ৫ […]

ববি উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলমান, সংহতি শিক্ষকদের

Share the post

Share the postআব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের একদফা দাবিতে চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ৷ এছাড়াও আন্দোলনকারীরা পরবর্তী কর্মসূচি হিসেবে শুক্রবার অনুষ্ঠিতব্য বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপাচার্যকে অবাঞ্চিত ঘোষণা করেন৷ পদত্যাগের দাবি মেনে নেওয়া না হলে […]