

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের লাঞ্ছিত ও জোরপূর্বক পদত্যাগ পত্রে সাক্ষর নেওয়ার প্রতিবাদে মিছিল মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। রবিবার বিকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকবৃন্দের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কিছু স্বার্থের্ষী মহল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের লাঞ্ছিত ও পদত্যাগ পত্রে জোরপূর্বক সাক্ষর নেওয়ার প্রতিবাদে উপজেলা পরিষদের গেটের প্রধান সড়কে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে যারা
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের লাঞ্ছিত ও পদত্যাগ পত্রে জোরপূর্বক সাক্ষর নিচ্ছেন তাদের দ্রুত আইনের আওতায় আনার আহবান জানান।