জবিতে আমার দেশ পাঠকমেলার নেতৃত্বে ফাহিম-আকরাম

Share the post
মোঃ হৃদয়,  জবি প্রতিনিধি :জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আমার দেশ পাঠকমেলার ২০২৫-২৬ সেশনের জন্য ৩৪ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী ফাহিম হাসনাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের আকরাম খান।
শুক্রবার (৩০ মে) পাঠকমেলার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজ্জাদ হোসেন ইউসুফ ও সাধারণ সম্পাদক রাহাতুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সভাপতি ফাহিম হাসনাত বলেন, “সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আমার দেশ পত্রিকার প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি মনে করি এত গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য আমি যথেষ্ট নই, তবে আমার দেশ পাঠকমেলা যে বিশ্বাস রেখেছে, তা যেন সবার সহযোগিতায় পূরণ করতে পারি—এই আশাই রাখি। আমাদের লক্ষ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমার দেশ পাঠকমেলাকে একটি ব্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করা।”
সাধারণ সম্পাদক আকরাম খান বলেন, “আমার দেশ পাঠকমেলা শুধু একটি সংগঠন নয়, এটি আমার আরেকটি পরিবার। এই পরিবারকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
কমিটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহামুদুর রহমান। সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবরিনা শারমিন, অধ্যাপক ড. রইছ উদ্দিন, অধ্যাপক ড. তাজাম্মুল হক এবং অধ্যাপক ড. সিদ্ধার্থ শংকর জোয়ার্দ্দার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
ফয়সাল কামাল, তাফহিম রাফি, আবু সায়েম, জিহাদ ইসলাম শাওন, সিয়াম তোফাজ্জল, সোহানা চৌধুরী, রিসাম ইসলাম, তাহাসিনুল ইসলাম, ইসরাত জান্নাত ঈশা, মামুনুর রশিদ, হাবিবুল বাসার সুমন, আরাফাত রহমান জয়, আলামিন হোসাইন, তারেক রহমান, হযরত আলী, হেনা শিকদার, উর্মি আক্তার ঝিনুক, নুসরাত জাহান অর্পিতা, চম্পা আক্তার, তানজিল মিয়া, সেজু আক্তার, রাফিউ রিকাবদার, জয়া রানী পাল, অনিমা ফেরদৌসী, উম্মে সুমাইয়া তাবাসসুম, মোঃ ইফাত হাসান, রাহুল শেখ, সবুর কাজী, রিয়াতুল রাব্বি, মেহেদী হাসান রিদয়, সাফিন মাহমুদ ও মেহেদী রানা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

জবিতে ২৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন

Share the post

Share the post মোঃ হৃদয়, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৯৭ কোটি ৮২ লাখ ৫০ হাজার টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট হিসেবে ১৭৯ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা অনুমোদন করা হয়েছে। সোমবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে উপাচার্য অধ্যাপক ড. মোঃ রেজাউল করিমের […]

ডাক্তারকে মারধর করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ জবি ছাত্রদল আহ্বায়কের বিরুদ্ধে

Share the post

Share the postমোঃ হৃদয়, জবি প্রতিনিধি:জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের বিরুদ্ধে এক ডাক্তারকে অপারেশন থিয়েটার থেকে বের করে নিয়ে  কক্ষে আটকে নির্যাতন করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই  ডাক্তারের নাম মোশারফ হোসাইন। তিনি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রফেসর ও আইসিইউ-এর প্রধান এবং পুরান ঢাকার মিটফোর্ডে অবস্থিত মেডি এইড […]