চান্দিনার সুবিদপুর ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ সহোদর ভাইয়ের ৫ টি ঘর পুড়ে ছাই
আহসান হাবীব সুমন, কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :বিধ্বংসী আগুনে পুড়ে ছাই তিন ভাইয়ের বসত বাড়ি,নগদ টাকা,রইল না খড়কুটোটুকুও।কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।
এ ভয়াবহ অগ্নিকান্ডে সহোদর ৩ ভাইয়ের ৩ টি বসত ঘর,২ টি রান্নারঘর,নগদ দের লাখ টাকা, স্বর্ণালংকার, আসবাব পত্রসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাটি বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় উপজেলার জোয়াগ ইউনিয়নের সুবিদপুর গ্রামের এবার বাড়িতে ঘটেছে ।ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনের সূত্রপাত ঘটেছে।
এতে নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
চান্দিনা ফায়ার সার্ভিস আসার পূর্বেই এলাকাবাসী আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বর্তমানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত তিন সহোদরের পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন।
ক্ষতিগ্রস্ত পরিবার সুবিদপুর গ্রামের আব্দুল ছলিমের ৩ ছেলে, মাওলানা আব্দুল হান্নান, জাহাঙ্গীর আলম, আব্দুল মালেক জানান, আমাদের তিন ভাইয়ের বসতঘরের আসবাব পত্র নগদ টাকা স্বর্ণালংকার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে, আমাদের অবশিষ্ট কিছু রইলো না। আমরা এখন পরিবারের লোকজন নিয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করতে হবে। উপজেলা প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি ।