চাঁপাইনবাবগঞ্জে উসকাণী মামলায় বিএনপি নেত্রী আটক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,ইয়াসিন আরাফাত :এবার উসকানীদাতা বা ইন্ধনদাতা মামলায় আটক করা হয়েছে এক নারীকে। তিনি চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহনাজ খাতুন। শনিবার (২৮ জুন) রাতে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় ছাইতনতলা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ।
এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ২৩ তারিখ সোমবার ভোলাহাট উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়া এলাকার সাইবুর রহমানের (৪৪) স্ত্রী তাজকেরা খাতুন পারিবারিক কলহের জেরে তার স্বামীর শরীরে গরম ডাল ঢেলে দেন। এতে তার স্বামীর শরীর ঝলসে যায়। এ ঘটনায় করা মামলায় তাজকেরার উসকানিদাতা হিসেবে অভিযুক্ত করা হয় শাহনাজ খাতুনকে।
আটক শাহনাজ খাতুনের ভাই শাহ কবীর জানান, শনিবার দিবাগত রাতে হঠাৎ করেই ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বাড়িতে দলবল নিয়ে হাজির হন। তারা শাহনাজকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এ সময় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়। তবে আটক করে নিয়ে যাবার আগে শাহনাজের বিরুদ্ধে কোনো মামলা কিংবা ওয়ারেন্ট আছে কি না জানতে চাইলে কোন উত্তর দেয়নি পুলিশ।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, গরম ডাল দিয়ে স্বামীর শরীর ঝলসে দিয়ে হত্যাচেষ্টার মামলায় সাইবুর রহমানের স্ত্রী তাজকেরা খাতুনকে উসকানীদাতা বা ইন্ধনদাতা হিসেবে শাহনাজ খাতুনের সংশ্লিষ্টতা রয়েছে। সেই মামলায় শাহনাজ খাতুন অন্যতম আসামী। আর তাই অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।