চাঁদা না দেয়ায় যুবলীগ নেতাকে মারধর বি এন পির কাউন্সিলর প্রার্থীর ভাইয়ের।
চট্টগ্রাম সিটি: চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় এক যুবলীগ নেতাকে মারধর করেন ২৩ নং ওয়ার্ড বি এন পি প্রার্থীর মোঃ মহসিনের ভাইয়েরা। কাল বেলা ১২ টায় এই ঘটনা ঘটে। খবর নিয়ে জানা যায় যুবলীগ নেতা মোঃ শাহজাহানের ব্যবসায় প্রতিষ্ঠানে চাদাঁ দাবি করে বিএনপি কাউন্সিলর প্রার্থীর ভাই মোঃমাহমুদুল হক মনু, এইসময় শাহজাহান চাদা দিতে অপারগতা জানালে তাকে হুমকি দেয় মনু। পরবর্তীতে শাহজাহানের ব্যবসায় প্রতিষ্ঠানের ভেতর ঢুকে মনু, ফেরদৌস এবং রেজাউল মিলে বেধম মারধর করেন। জানা যায় মনু, ফেরদৌস এবং রেজাউল বিএন পি রাজনীতির সাথে জড়িত,এবং মনু দেওয়ানহাট এলাকায় দীর্ঘ দিন ধরে চাদাঁবাজি করে আসছে মনুর চাদাঁবাজির ধারাবাহিকতায় শাহজাহানের উপর এই হামলা চালানো হয় বলে জানা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক তার এক প্রতিবেশী জানাই তার নিজের জায়গায় ভবন করার আগে বিপুল পরিমাণে চাদাঁ দিতে হয়েছে মনুর ভাই রেজাউলকে।মনু এবং মনুর ভাইদের চাদাঁবাজিতে অতিষ্ঠ দেওয়ানহাট এলাকার সাধারণ ব্যবসায়ীরা।