

আহসান হাবীব সুমন, কচুয়া,( চাঁদপুর) প্রতিনিধি :চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা থেকে পালিয়ে আসা ছেলেকে খুঁজতে গিয়ে মা গনধর্ষণের শিকার হন। এ ঘটনায় এজহার নামীয় দুই জন ধর্ষককে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।বুধবার রাতে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলামসহ কচুয়া থানার চৌকষ একটি টিম উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রাম এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলো উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের হারিচাইল গ্রামের বাবুল মিয়ার ছেলে সুমন (৩১) ও একই গ্রামের আব্দুল হালিমের ছেলে মহসীন (২৮) ।
কচুয়া থানায় মামলার অভিযোগ সূত্রে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান,গত ১৭ এপ্রিল সন্ধ্যা রাতে উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের হাড়িচাইল মুন্সি বাড়ির আরিফের পশ্চিম ভিটির পরিত্যক্ত বসত ঘরের ভিতরে ভিকটিমের মাদ্রাসার থেকে পালিয়ে আসা নিখোঁজ ছেলে লুকিয়ে রয়েছেন বলে ধর্ষক মহসীন জানায়। মা ছেলেকে খুঁজতে ঘরে প্রবেশ করলে ধর্ষক মহসীন পূর্ব পরিকল্পিত ভাবে পিছন দিক হইতে ভিকটিমকে ঝাপটে ধরিয়া অপর ধর্ষক সুমনসহ ঘটনাস্থল ঘরের ভিতর থাকা খাটের উপর শোয়াইয়া তাহার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
উক্ত ঘটনায় কচুয়া থানায় ভিকটিম ধর্ষিতা
নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে গ্রেফতারকৃতদের প্রেরণ করা হয়েছে।