চরফ্যাশনে দুই ভাইকে পুড়িয়ে হত্যা: তিনজনের মৃত্যুদণ্ড, পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি:  ভোলার চরফ্যাশনে সংখ্যালঘু সম্প্রদায়ের দুই সহোদরকে গলা কেটে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার মতো ভয়াবহ ও নৃশংস ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এই রায়ের মাধ্যমে দীর্ঘ তিন বছরের অপেক্ষার অবসান ঘটলো নিহতদের পরিবারের। বুধবার দুপুরে চরফ্যাশনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত হোসাইন এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করলে আদালত প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রায় ঘোষণার সময় মামলার প্রধান তিন আসামি বেল্লাল হোসেন, সালাউদ্দিন বয়াতি ও শরিফুল ইসলামকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন বিচারক। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শরিফুল কারাগারে থাকলেও অপর দুই ঘাতক বেল্লাল ও সালাউদ্দিন এখনো পলাতক। এছাড়া, মামলায় সম্পৃক্ততার অভিযোগে অপর দুই আসামি আবুল কাশেমকে পাঁচ মাস ও আবু মাজিকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বহুল আলোচিত এই মামলার রায়কে “ঐতিহাসিক” বলে আখ্যায়িত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হযরত আলী হিরণ। তিনি বলেন, “এই রায় প্রমাণ করেছে যে দেশে এখনো ন্যায়বিচার আছে। নৃশংস এই হত্যাকাণ্ডের উপযুক্ত বিচার হওয়ায় আমরা সন্তুষ্ট।”

এদিকে, রায়ের পর কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনেরা। তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করলেও পলাতক আসামিদের নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের সদস্যরা অবিলম্বে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

উল্লেখ্য, ২০২১ সালের ৭ এপ্রিল চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের একটি নির্জন বাগান থেকে দুটি মাথাবিহীন ও অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বিকৃত ও ঝলসানো মরদেহ দুটি শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। এর কিছুদিন পর একই গ্রামের এক ব্যক্তির বাড়ির সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ মাথা দুটি উদ্ধার করা হলে হত্যাকাণ্ডের ভয়াবহতা স্পষ্ট হয়ে ওঠে। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়, নিহতরা হলেন চরফ্যাশন পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আপন দুই ভাই দুলাল চন্দ্র শীল এবং তপন চন্দ্র শীল। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে, যার তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

জোয়ারের পানিতে ভাসছে ভোলা: ২০ গ্রাম প্লাবিত, হাজারো মানুষ পানিবন্দি

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং অমাবস্যার সম্মিলিত প্রভাবে ভোলার মেঘনা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার উপকূলীয় অঞ্চলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়েছে, বিশেষ করে বাঁধের বাইরের অন্তত ২০টি গ্রাম এখন পানির নিচে। আকস্মিক এই বন্যায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন। জোয়ারের পানিতে রাস্তাঘাট, […]

ভোলায় ডেঙ্গু সংকট: কর্তৃপক্ষের উদাসীনতায় মশার দখলে শহর, বিপর্যস্ত জনজীবন

Share the post

Share the postমোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: অপরিচ্ছন্ন ড্রেন, ময়লার ভাগাড়ে পরিণত হওয়া খাল ও পুকুর এবং অপর্যাপ্ত মশক নিধন কার্যক্রম—এই তিনে মিলে ভোলা পৌরসভা এখন যেন মশার এক বিশাল প্রজনন ক্ষেত্র। বর্ষা মৌসুমের শুরুতেই এডিস মশার ভয়াবহ বিস্তার ঘটেছে, যার ফলে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। শহরের কেন্দ্রস্থলে নামমাত্র পরিচ্ছন্নতা অভিযান চললেও, পৌরসভার বেশিরভাগ প্রান্তিক এলাকা […]