চবির ব্যবস্থাপনা বিভাগের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু।
আসাদুজ্জামান বুলবুল,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়): লিভ নাথিং আনডেয়াড”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো চবির ব্যবস্থাপনা পরিবার এই বছরও বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করেন ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ সাইদুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ শামিমা ফেরদৌসি, সহকারি প্রেফেসর মোঃ শারফুদ্দিন রাশেদ, সহকারি প্রেফেসর অনুপম কুমার দাস, লেকচারার সেতু রেঞ্জন বিশ্বাস, লেকচারার মোহাম্মদ সরোয়ার আলম এবং লেকচারার কাজী সিরাজুম মনিরা। উদ্বোধন অনুষ্ঠানে ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাঃ সাইদুর রহমান বলেন ” লেখাপড়ার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থী শারিরীক এবং মানসিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। আর এই ধরনের আন্তঃ বিভাগ টুর্ণামেন্টের গুলোর মধ্য দিয়ে বিভাগের সিনিয়র, জুনিয়র শিক্ষার্থী এবং শিক্ষক দের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। তাই খেলোয়াড়দের উচিত টুর্ণামেন্টের চলাকালিন প্রত্যেক দলের খেলোয়াড়দের সাথে সৌহার্দ্যপূর্ণ আচারন করা। এইবারে টুর্ণামেন্টে মোট ছয়টি দল অংশ করতেছে। এই ছয়টি দল কে দুটি গ্রুপ বিভক্ত করা হয়েছে। গ্রুপ ১ এর দল গুলো হলঃ ক) ডিউক ২৭ খ) ওয়ারিয়র্স ২৯ গ) থান্ডার্স ৩০ গ্রুপ ২ এর দল গুলো হলঃ ক) উইজার্ড ৩১ খ) কমবিটেন্ট ৩২ গ) মনস্টার ৩৩ উদ্বোধন অনুষ্ঠানে বিভাগের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। টুর্ণামেন্টে সর্ম্পকে বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং উইজার্ড ৩১ খেলোয়াড় মাসুদ রানা, নিউজ চ্যানেল২১ কে বলেন “প্রতিটি টুর্ণামেন্টে থেকে এবারের টুর্ণামেন্টের একটু ভিন্ন ভাবে সাজানো হয়েছে, কারন এই বার টুর্ণামেন্টে প্রতিটি দলের জন্য একজন শিক্ষক কে পরামর্শদাতা হিসেবে (মেন্টর) রাখা হয়েছে। যার কারনে প্রতিটি দলের খেলোয়াড় এবং সমর্থকদের আগ্রহ আরো বেরেছে। উল্লেখ টুর্ণামেন্টের উদ্বোধনীর টান টান উত্তেজনা ম্যাচে উইজার্ড ৩১ কাছে কমবিটেন্ট ৩২ পরাজিত হয়