চট্টগ্রাম নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডেযুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে ফ্রী চিকিৎসা ক্যাস্প ও ওষুধ বিতরণ
চট্টগ্রাম সংবাদঃ নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের মেহের আফজাল স্কুল প্রাঙ্গনে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর ব্যবস্থাপনায় চলমান ফ্রী চিকিৎসা ক্যাস্প ও বিনামূল্যে ওষুধ বিতরণে আয়োজন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে দুপুর পযর্ন্ত এ ক্যাম্পে প্রায় দুইশ রোগীকে ফ্রি চিকিৎসা প্রদান করেন ডা.সানজিদা আলম ও ডা.এইচ এন জাহিন।
এ সময় উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক হাজী মো. হাসান, মো.আকতারুজ্জামান, ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারহানা মুন্নি,যুবলীগ নেতা নূরনবী পারভেজ, রনজিত কুমার শীল,নগর ছাত্রলীগ নেতা ইমতিয়াজ সুমন, মো. জাবেদ, মো. আবির,বাপ্পি,রাজু,, নুরুল ইসলাম, মো. সাজ্জাদ, মো. রাশেদ, মো. নেজাম,মো.ইমন, মো.জসিম, মাইনুল প্রমুখ।
নগর জুড়ে ধারাবাহিকভাবে ফ্রি চিকিৎসা সেবার ব্যাপারে কেন্দ্রীয় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু জানান, করোনাকালীন এই দুঃসময়ে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নগরের তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে চিকিৎসা সেবার আওতায় আনার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডকে ধারাবাহিকভাবে চিকিৎসা সেবা কার্যক্রমে আনা হয়েছে।
আমাদের এই কর্মসূচির আওতায় ২৫ হাজার পরিবারকে চিকিৎসা ক্যাম্প এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। গতকাল পর্যন্ত চার হাজার পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।