চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান থেকে ৩ যুবককে গ্রেপ্তারের ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত

Share the post

সজীব ইভান(চট্টগ্রাম) : চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থান থেকে ৩ যুবককে গ্রেপ্তারের ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার আদেশ থাকলেও ১২ কার্যদিবসের পরও আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়নি সিএমপি। তবে আদালতের দেওয়া ওই আদেশের বিষয়ে কিছু জানেন না বলেও জানিয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। অন্যদিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বুধবার (১৫ জানুয়ারি) আবারও আদেশ দিয়েছেন আদালত। সিএমপির প্রতিবেদন পাওয়া সাপেক্ষে শুনানির জন্য অপেক্ষমান রাখা হয়েছে জিকু দাশ ও শোয়েবের জামিন আবেদন। ৩১ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালত এই আদেশ দিয়েছিলেন। ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ৩ যুবকের দু’জনকে গ্রেপ্তারের সময় ও আদেশ নিয়ে প্রশ্ন উঠায় তাদের জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দিয়েছিলেন আদালত। সে সময় সিএমপির প্রতিবেদন পাওয়া সাপেক্ষে জিকু দাশ ও শোয়েবের জামিন আবেদনের শুনানি অপেক্ষমান রাখা হয়। এই আদেশ দেওয়ার পর ১২ কার্যদিবস পার হয়ে গেলেও এখন পর্যন্ত এই বিষয়ে আদালতে কোন তদন্ত প্রতিবেদন জমা দেয়নি সিএমপি। এদিকে সিএমপির প্রতিবেদন জমা না হওয়ায় ঝুলে আছে জিকু দাশ ও শোয়েবের জামিন আবেদনের শুনানি। এ বিষয়ে জিকু দাশের আইনজীবী জাহাঙ্গীর আলম আদালতের দৃষ্টি আকর্ষণ করলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট খাইরুল আমিনের আদালত অতিসত্ত্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে সিএমপিকে আবারও আদেশ দিয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) এই আদেশ দেন। ‘ডিবির গ্রেপ্তারকাণ্ড’ তদন্তের নির্দেশ আদালতের ফুটেজ/ সন্ধ্যায় খালি হাতে ‘আটক’ জিকু গভীর রাতে গ্রেপ্তার ‘অস্ত্রসহ’! সিসিটিভি ফুটেজ জানাল ‘অস্ত্রসহ গ্রেপ্তার’ যুবক তিনদিন ধরে ছিল ডিবিতেই তবে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান এই আদেশের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। এমনকি ৩১ ডিসেম্বর দেওয়া আদালতের আদেশের বিষয়ে সিএমপির পক্ষ থেকে কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা এ বিষয়েও তথ্য দিতে পারেননি তিনি। এ বিষয়ে বিস্তারিত জানতে সিএমপির কমিশনার মো. মাহাবুবর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই। আপনারা বরং ডিসি লেভেলে যোগাযোগ করুন। প্রসঙ্গত, সোমবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রামের কোতোয়ালী থানায় জিকু চন্দ্র দাশ, শোয়েব ও সাজ্জাত নামের তিন যুবককে আসামি করে একটি মামলা দায়ের করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন টাইগারপাস রেলওয়ে পাহাড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক, একটি কার্তুজ, একটি ফোল্ডিং ছুরি ও একটি চাপাতিসহ তাদের গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে ভিন্ন তথ্য। ঘটনার তিন দিন আগে ২০ ডিসেম্বর বিকেল সাড়ে ৪টায় মুরাদপুর থেকে গ্রেপ্তার করা হয় শোয়েবকে। সেই সংবাদের সূত্র ধরে আরও একটি ভিডিও ফুটেজ চট্টগ্রাম প্রতিদিনের হাতে আসে। যেখানে দেখা যায় মামলার প্রধান আসামি জিকু দাশকেও ভিন্ন জায়গা থেকে ভিন্ন সময়ে গ্রেপ্তার করেছে তারা। ওই সময় তাদের কাছ থেকে কোনো অস্ত্রও পাওয়া যায়নি। ডিবির হাতে গ্রেপ্তার হওয়া ৩ যুবকের দুজনের গ্রেপ্তারের সময় ও স্থান নিয়ে প্রশ্ন উঠায় ৭ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিতে সিএমপি কমিশনারকে আদেশ দেন আদালত।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আশুগঞ্জে দুই দফা দাবিতে সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃএক কর্পোরেশন এক স্কেল, বাস্তবায়ন ও কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ চালুর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং করেছে। রবিবার সকাল ৯ টায় কারখানার গেইটের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশের বক্তব্য রাখেন […]

আখাউড়ায় ১৫৪ লিটার চোলাই মদসহ  চারজন গ্রেপ্তার 

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বৃহস্পতিবার গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১৫৪ লিটার চোলাই মদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আখাউড়া পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনীতে এই অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদেরকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ ইব্রাহিম-(৩০), রাজন হরিজন-(৬৫), সাগর হরিজন-(৪০) ও সীমান্ত হরিজন-(২৯)। এর মধ্যে […]