

ফয়সাল আলম সাগর,বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে বাইরে যাওয়ার পথে মো.নাছির উদ্দিন (৪৩) নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় পৌনে ৭ টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাতিলোটা এলাকায় এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত কবির আহমদের পুত্র এবং সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হাতিলোটা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.নুরুল আলম।
এদিকে কৃষক দল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ও পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর সহ পুলিশ সদস্যরা । সেই সাথে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৃষক দলের উত্তর জেলার আহবায়ক বদরুল আলম বদরুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কৃষক দলের উত্তর জেলা আহবায়ক বদরুল জানায়, সন্ধ্যায় ইফতার শেষে বাইরে যেতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন নাছির। তার মোটরসাইকেলটি বাড়ি থেকে ১৫০ ফুট সামনে যাওয়ার পর একদল দুর্বৃত্ত তার গতিরোধ করেন। এই সময় তারা কৃষক দল নেতা নাছিরকে মাথা,ঘাড়সহ শরীরে বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে হত্যা নিশ্চিতের পর পালিয়ে যায়।
হাতিলোটা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল আলম জানান,কৃষক দল নেতা নাছিরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ইফতার পরবর্তীতে নামাজের সুযোগকে কাজে লাগিয়ে নাছিরের বাড়ি থেকে একটু সামনেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তার মাথাও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। এই হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেননি তারা।
এ ব্যাপারে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানায়,ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে যাই, প্রাথমিক তদন্ত করি,এটা কোন পেশাদার খুনী কিনা খতিয়ে দেখা হচ্ছে,তার সাথে কারো কোন ব্যক্তিগত,ব্যবসায়িক দন্ধ আছে কিনা তদন্ত করা হচ্ছে। তবে খুনীরা পার পারেনা ধরা পড়তেই হবে।
কৃষকদলের সেতা হত্যার নিন্দা জানিয়ে ও দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী ও উত্তর জেলা কৃষকদলের সভাপতি বদিউল আলম বদরুল।