গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন, হত্যাকারীদের ফাঁসির দাবি

Share the post

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: গাজীপুরে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি ও টঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করা সাংবাদিকরা অংশ নেন। তারা হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা বলেন, “সাংবাদিক তুহিন ছিলেন সাহসী ও নির্ভীক কলমযোদ্ধা। দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ নিয়ে ধারাবাহিকভাবে লিখছিলেন তিনি। এই পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একজন সাংবাদিককে হত্যা করা মানে সত্য ও গণমাধ্যমের কণ্ঠরোধ করা। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসির দাবি করছি।”

তারা আরও বলেন, “সাংবাদিকরা দিনরাত নিরলস পরিশ্রম করে দেশের সমস্যা ও অনিয়ম জনসমক্ষে তুলে ধরেন। কিন্তু এর বিনিময়ে যদি তাদের জীবনই নিরাপদ না থাকে, তবে সংবাদমাধ্যমের স্বাধীনতা গুরুতরভাবে হুমকির মুখে পড়বে। সরকারকে অবশ্যই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তুহিন হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।”

গাজীপুরে একদল দুর্বৃত্ত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে তুলে নিয়ে যায় এবং পরে তাকে নির্মমভাবে হত্যা করে। পুলিশ ইতোমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।

মানববন্ধনে বক্তৃতা দেন সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, গোলাম মোস্তফা মন্টু, শহীদুল হুদা অলক, হোসেন শাহনেওয়াজ, রফিকুল আলম, মনোয়ার হোসেন জুয়েল,জাকির হোসেনসহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তুহিন হত্যার বিচার প্রক্রিয়া যদি বিলম্বিত হয় বা অপরাধীরা প্রভাব খাটিয়ে ছাড়া পায়, তবে সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আলজেরিয়ায় আম চাষের সকল সুযোগ দিবে দেশটি: রাষ্ট্রদূত

Share the post

Share the postইয়াসিন আরাফাত চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ থেকে আম ও আমজাত পণ্য আমদানি করবে এবং সেদেশে আম চাষ ও প্রক্রিয়াজাত করণের জন্য বিনামূল্যে জমি, সেচ ও বিদ্যুৎ সুবিধাও দিবে আলজেরিয়া। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে আম সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ ও প্রক্রিয়াকরণ টকনোলজি কেন্দ্রও গড়ে তুলতে চায় তারা। গতকাল শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও […]

চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্তে ২০জনকে পুশইন করেছে বিএসএফ

Share the post

Share the postইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ জুন) ভোর পৌনে ৫টার দিকে সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ৪/৫ এর ১ এস এলাকা দিয়ে তাদের পুশ ইন করা হয়। পরে তাদের আটক করে বিজিবি চাঁপাইনবাবগঞ্জ  ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এক সংবাদ […]