গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজের মানববন্ধন, হত্যাকারীদের ফাঁসির দাবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত: গাজীপুরে দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার গাজীপুর প্রতিনিধি ও টঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বিভিন্ন পত্রিকা, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করা সাংবাদিকরা অংশ নেন। তারা হাতে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা বলেন, “সাংবাদিক তুহিন ছিলেন সাহসী ও নির্ভীক কলমযোদ্ধা। দুর্নীতি, মাদক, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ নিয়ে ধারাবাহিকভাবে লিখছিলেন তিনি। এই পেশাগত দায়িত্ব পালনের কারণেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। একজন সাংবাদিককে হত্যা করা মানে সত্য ও গণমাধ্যমের কণ্ঠরোধ করা। আমরা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসির দাবি করছি।”
তারা আরও বলেন, “সাংবাদিকরা দিনরাত নিরলস পরিশ্রম করে দেশের সমস্যা ও অনিয়ম জনসমক্ষে তুলে ধরেন। কিন্তু এর বিনিময়ে যদি তাদের জীবনই নিরাপদ না থাকে, তবে সংবাদমাধ্যমের স্বাধীনতা গুরুতরভাবে হুমকির মুখে পড়বে। সরকারকে অবশ্যই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তুহিন হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।”
গাজীপুরে একদল দুর্বৃত্ত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে তুলে নিয়ে যায় এবং পরে তাকে নির্মমভাবে হত্যা করে। পুলিশ ইতোমধ্যে এই ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।
মানববন্ধনে বক্তৃতা দেন সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, গোলাম মোস্তফা মন্টু, শহীদুল হুদা অলক, হোসেন শাহনেওয়াজ, রফিকুল আলম, মনোয়ার হোসেন জুয়েল,জাকির হোসেনসহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তুহিন হত্যার বিচার প্রক্রিয়া যদি বিলম্বিত হয় বা অপরাধীরা প্রভাব খাটিয়ে ছাড়া পায়, তবে সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে।