গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগ সভাপতির গাড়িতে অগ্নিসংযোগ
আব্দুল আহাদ ।। গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির ব্যক্তিগত গাড়ীতে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। সোমবার(১৬ নভেম্বর) রাত আটটার দিকে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কে এম শাহরিয়ার শাকিলের বাড়িতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে এম শাহরিয়ার শাকিল শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের আব্দুল মোতালিবের ছেলে এবং সে গোসিংগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। বর্তমানে সে শাকিল সৌদি প্রবাসী।
কে এম শাহরিয়ার শাকিল মুঠোফোনে জানান,আমি এবং আমার বড় ভাই শরীফ সৌদি আরবে থাকি।বড় ভাই শরীফের ছেলেকে লেখা-পড়া করানোর সুবাদে মা-বাবা দুজনেই মাওনা চৌরাস্তায় থাকেন। এ কারণে বাড়িতে শুধু কেয়ারটেকার থাকে। সোমবার রাত আটটার দিকে কেয়ারটেকার বাড়ির বাইরে যাওয়ার সুযোগে কে বা কাহারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁর গাড়িতে আগুন দিয়েছে।পরে নিকটাত্মীয় এবং প্রতিবেশীরা গ্যারেজের গাড়িতে আগুন দেখতে পেয়ে তাদের প্রচেষ্ঠায় আগুন নিভিয়ে ফেলেন।
শাকিল আরো জানান, এ ঘটনায় মঙ্গলবার শ্রীপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।তিনি সঠিক তদন্তের মাধ্যমে এর সঠিক বিচার চান। শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দেয়নি।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।