গাজীপুরের কাশিমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
আব্দুর রাজ্জাক রাজু স্টাফ রিপোর্টার গাজীপুর: শনিবার ২৬ শে জুলাই কাশিমপুর থানার ৪ নং ওয়ার্ডের বশির উদ্দিন মার্কেট এলাকার আলম মিয়ার বাড়িতে রাত সারে ৩ টায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল আলম মিয়ার বাড়ির লোহার তৈরি মূল ফটক ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় আতংকিত বাড়ির লোকজনকে হামলা করতে গেলে তারা নিরাপত্তার জন্য আরেকটি কক্ষে আশ্রয় নেয়। এসময় ডাকাতরা ঘরে আলমারি ও ওয়্যারড্রব থেকে ৩ ভরি স্বর্ণালংকার,আনুমানিক নগদ ৪ লাখ টাকা ও মূল্যবান জিনিস পত্র,দলিল দস্তাবেজ নিয়ে যায়।এক পর্যায়ে বাড়ির বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলে ডিভিআর বক্স খুলে নেয়।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। আমরা তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নিবো।