গরু ডাকাতির ঘটনায় পাঁচ ডাকাত গ্রেফতার, উদ্ধার ট্রাক ও অস্ত্র

Share the post
দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি। নেত্রকোণার দুর্গাপুরে পাহারাদারকে হত্যা করে গরু ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ মার্চ রাত ১০টা ৩০ মিনিট থেকে ৬ মার্চ সকাল ৭টা ৩০ মিনিটের মধ্যে দুর্গাপুর থানাধীন “হাবিবুল্লাহ ফিশারীজ এন্ড ডেইরী ফার্ম”-এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা ফার্মের পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যা করে ৭টি গরু লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের স্বজন মো. জালাল উদ্দিন বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা ও ডাকাতির মামলা করেন।
তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথম দফায় তিনজন ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মহানগরীর বিভিন্ন থানা এলাকা এবং সিরাজগঞ্জ সদর থেকে আন্তঃজেলা ডাকাত দলের আরও পাঁচজন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—শ্রী কৃষ্ণ দাস (৪২), মো. মিন্টু মিয়া (৩২), মো. হুকুম আলী (৫৭), ফজলু মিয়া (৪৫) ও মো. ইউনুস আলী (৪৫)।
ডাকাতদের হেফাজত থেকে ডাকাতিতে ব্যবহৃত ঢাকা মেট্রো-ন ২০-৩৩৯৩ নম্বরের একটি ট্রাক, গরু বাঁধার রশি, সেলাইস, স্টিলের কাটার, চাইনিজ কুড়াল, দা, ছুরি, রেঞ্চসহ স্ক্রু ড্রাইভারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার ও লুণ্ঠিত গরু উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

বৈষম্যহীন সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিপিবির

Share the post

Share the post নূর আলম,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি:নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) উপজেলা কমিটির উদ্যোগে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৬ মার্চ) কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার আগে জাদুঘর প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ […]

শহীদদের স্মরণে দুর্গাপুরে সিপিবির আলোক  প্রজ্জ্বলন 

Share the post

Share the post নূর আলম,দুর্গাপুর,নেত্রকোণা:একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞে  শহীদদের স্মরণে নেত্রকোণার দুর্গাপুরে আলোক প্রজ্জ্বলন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দুর্গাপুর উপজেলা কমিটি। মঙ্গলবার  (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় দুর্গাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোক প্রজ্জ্বলন […]