গভীর রাতে ফাঁদ উদ্ধার করলো সেভ ওয়াইল্ড লাইফ
শেখ ইমরান হোসেন : গভীর রাতে পাখি ধরার ফাঁদ ও সরঞ্জাম উদ্ধার করেছে সেভ ওয়াইল্ড লাইফ সংগঠনটি।মঙ্গলবার গভীর রাতে খুলনা ডুমুরিয়ার আরশনগর গ্রামের পার্শ্ববর্তী বিল থেকে
থেকে পাখি ধরা ফাঁদ উদ্ধার করা হয়।সেভ ওয়াইল্ড লাইফ এর সভাপতি ইমরান হোসেন রিপন জানান, পাখি শিকারীর দল রাতে কারেন্ট জাল সহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে পাখি শিকার করছে। এমন তথ্য পেয়ে আমাদের টিম সহ গভীর রাতে চলে যায় ঘটনাস্থলে। আমরা যেয়ে ফাঁদ পাতা দেখি ওফাঁদের ভিতরে আটক হয়ে থাকতে দেখি একটি মরা বক।পরবর্তীতে জালগুলো উদ্ধার
করি।
স্থানিয়ওরা জানান, এবিলে অনেকেই পাখি শিকার করতে আসে। আমরা তাদের বারন
করলে তালা আমাদের বিভিন্ন ধরনের হুমকি দেখাই। আমরা প্রসাশনের হস্তক্ষেপ কমনা
করছি।উদ্ধার কাজে উপস্থিত ছিলেন, সেভ ওয়াইন্ড লাইফ’র সাভাপতি ইমরান হোসেন
রিপন,সি: সহ-সভাপতি মোঃ বায়জিত হুসাইন, সাংগঠনিক সম্পাদক জহর
হাসান সাগর, কোষাধক্ষ্য আব্দুল মান্নান, গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল
মামুন, প্রচার সম্পাদক গোপী নাথ শীল, সদস্য মাহবুবুর রহমান, মুকুল প্রমূখ।