কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রাখা হয়েছে রেলওয়ে হাসপাতাল

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি: নগরের সিআরবির বক্ষব্যাধি হাসপাতালকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রেখেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে হাসপাতালটি ৫০ শয্যাবিশিষ্ট হলেও বেড রয়েছে ৩৭টি।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদকে চিঠি দিয়ে হাসপাতালটি প্রস্তুত রাখতে বলা হয়। স্বাস্থ্য বিভাগের চিঠির প্রেক্ষিতে রেলওয়ে হাসপাতালে অতিরিক্ত ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামাদি দিতে অনুরোধ করে রেলওয়ে কর্তৃপক্ষ।  তবে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, যারা হোম কোয়ারেন্টিন মানবে না শুধু তাদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার জন্য রেলওয়ের হাসপাতালটি প্রস্তুত রাখা হয়েছে। এখানে অতিরিক্ত ডাক্তার, নার্সের প্রয়োজন নেই। হাসপাতালে যা আছে তা নিয়ে ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা যাবে। তবে পুলিশ বা আনসার সদস্যের প্রয়োজন হলে তৎক্ষণাৎ তা ব্যবস্থা করা হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান চিকিৎসা কর্মকর্তা মো. শামসুল আলম ইমতিয়াজ বাংলানিউজকে বলেন, চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ রেলওয়ে হাসপাতালটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত রাখতে বলেছে। তবে আমরা ডাক্তার, নাসসহ সরঞ্জামাদি চেয়েছি, এগুলো এখনও পাইনি। হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট হলেও বেড রয়েছে ৩৭টি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বাংলানিউজকে বলেন, চট্টগ্রামের অবস্থা এখনও ভালো আছে। তারপরও ইমারজেন্সির জন্য হাসপাতালটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন প্রস্তুত রাখা হয়েছে। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবে, এখানে অতিরিক্ত ডাক্তার, নার্স সরঞ্জামাদির প্রয়োজন নেই। হাসপাতালে যা আছে তা চলবে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে আগুন, ২৫ শিক্ষার্থী আহত

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত শিক্ষার্থীরা হুড়োহুড়ি করে নিচে নামতে গিয়ে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছে। তাদের মধ্যে রোহানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের তৃতীয় তলায় অবস্থিত বিজ্ঞানাগার ল্যাবে এ ঘটনা […]

আখাউড়ায় তিন হোটেল ব্যবসায়িকে জরিমানা

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার বিক্রির দায়ে তিন হোটেল মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন মঙ্গলবার বিকেলে আখাউড়া রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। উপজেলা প্রশাসন জানায়, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট […]