কোনাবাড়ীতে গৃহবধূর আত্মহত্যা
গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানাধীন আমবাগ এলাকায় গলায় ফাঁস নিয়ে শাহেরা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো সময় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত শাহেরা আক্তার লালমনিরহাট সদর থানার পর্ণপুর গ্রামের ইউনুছ আলীর মেয়ে। বর্তমানে তিনি স্বামী মাজহারুল ইসলামের সঙ্গে কোনাবাড়ীর আমবাগ দক্ষিণপাড়ায় খাইরুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে শুক্রবার সকালে অভিমানে শাহেরা নিজ কক্ষে বারান্দার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে স্বামী তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দেন।
সংবাদ পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোনাবাড়ী থানার এসআই কামরুজ্জামান জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে শাহেরা আক্তার আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। জুলফিকার আলী জুয়েল চ্যানেল ২১ গাজীপুর।