কোনাবাড়ীতে আওয়ামী দোসরের তাণ্ডব, সাংবাদিককে অবরুদ্ধ করে মারধর

Share the post
জুলফিকার আলী জুয়েল, ব্যুরো প্রধান, গাজীপুরঃ গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল, নজরুল মার্কেট  ১২নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চ্যানেল ২১-এর গাজীপুর জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ আলমগীর হোসাইন এর ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃ সাইফুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে সাংবাদিককে সেলুনে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটে বুধবার (২১ মে) দুপুরে, যখন সাংবাদিক আলমগীর স্থানীয় একটি সেলুনে চুল কাটাতে যান। অভিযোগ অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে মোঃ সাইফুল ইসলাম সেখানে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হঠাৎ তার শার্টের কলার ধরে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে তাকে সেলুনের ভেতর অবরুদ্ধ করে রাখা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
তথ্য সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম কোনাবাড়ী ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও আওয়ামী দোসর। ফ্যাসিষ্ট স্বৈরাচার পতনের ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলার অন্যতম সহযোগী ছিলেন আওয়ামী দোসর সাইফুল ইসলাম।
সাংবাদিক আলমগীর হোসাইন জানান, “আমি এর আগে মোঃ সাইফুল ইসলামের মাদক ব্যবসা, অনিয়ম ও প্রভাব খাটানো নিয়ে অনুসন্ধান করেছিলাম এবং এক পর্যায়ে এটি তার কানে যায় সেই থেকে আমার প্রতি তার মনে ক্ষোভ বিরাজ করছিলো। মনে হচ্ছে, সেই কারণেই আজ এই পরিকল্পিত হামলার শিকার হয়েছি।”
স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ সাইফুল ইসলাম মাদকদ্রব্য সেবন এবং ক্রয়-বিক্রয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত। এসব অবৈধ উপার্জনের মাধ্যমে তিনি আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে অর্থের যোগান দিয়ে থাকেন বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে কোনাবাড়ী থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন সাংবাদিক আলমগীর। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছে এবং বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিক সমাজ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। তারা দ্রুত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

নেত্রকোনায় বিকাশকর্মী রিজনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

Share the post

Share the postসোহেল খান দুর্জয়,নেত্রকোনা : নেত্রকোনায় বিকাশকর্মী রিজন তালুকদারের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রেসক্লাবের সামনে নেত্রকোনা বিকাশসহ সব কটি মোবাইল ব্যাংকিং কর্মী ও সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিকাশের ব্যবস্থাপক ধ্রুব সরকার, […]

বিজয়নগরে ২ পক্ষের সংঘর্ষে আহত অর্ধ শতাধিক

Share the post

Share the postমাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃফেসবুকে কথা কাটাকাটি জেরে দুই গোষ্ঠীর আধিপত্য নিয়ে বিজয়নগর উপজেলায় ঘন্টাব্যাপী মারামারিতে অর্ধ শতাধিক আহত হয়েছে। ১৬ আগষ্ট শনিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই মারামারিতে উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়। তাত্ক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল সহ বিভিন্ন […]