কেয়া কসমেটিকসের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আবদুল খালেক পাঠানসহ তার পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে পাঁচটি মামলা করেছে দুদক। বুধবার বিকেলে দুদকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুদকের সচিব মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।তিনি জানান, অনুসন্ধানে প্রায় ১৮৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের সন্ধান পাওয়া যায় এ পরিবারের বিরুদ্ধে। এছাড়া, তাদের সম্পদের বিবরণীতে ৯৬ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করা হয়েছে বলেও জানান তিনি। আব্দুল খালেক, তার স্ত্রী ও তিন সন্তানের বিরুদ্ধে দুদক পৃথক ৫ মামলা করেছে।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ সংস্থাটির সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেন।মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়, কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আবদুল খালেক পাঠান ২০১৯ সালের ২৩ জুন দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। যা যাচাই-বাছাই করে ৪৯ কোটি ৩৯ লাখ ৫২ হাজার ৪৮৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের প্রমাণ পাওয়া গেছে।
এদিকে, ৭ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মির্জা নজরুল ইসলাম ও তার ছেলের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।