করোনা পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলার ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ
মোঃ তামিম রহমান চৌধুরী (সিলেট): ৩১ মার্চ ২০২০ তারিখ দুপুর ০১.৩০টায় সুনামগঞ্জ সদর উপজেলাধীন ওয়েজখালী এলাকায় সুনামগঞ্জ জেলার দৃষ্টি প্রতিবন্ধী এবং সুনামগঞ্জ অন্ধ কল্যাণ সমিতির ১০০ জন সদস্যদের মধ্যে করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ আব্দুল আহাদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুনামগঞ্জ জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সুনামগঞ্জ জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার, সুনামগঞ্জ সদর জনাব ইয়াসমিন নাহার রুমা সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুনামগঞ্জ অন্ধ কল্যান সমিতির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।