কভিড-১৯ (করোনা) সংক্রমন দ্বিতীয়বারের মতো দক্ষিণাঞ্চলে !

Share the post

খান রুবেল :   শীতের শুরুতেই বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আসতে শুরু করেছে। যার দরুণ প্রতিটি জেলা এবং মহানগরীতে ক্রমশ বাড়ছে করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা। মৃত্যুর সংখ্যাও এগিয়ে যাচ্ছে একটি, দুটি করে।

বিশেষজ্ঞরা বলছেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এখনই প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতি বলতে করোনা মোকাবিলায় মাস্ক ছাড়া বিকল্প নেই। তাই নিজে মাস্ক পরে, অন্যকে মাস্ক পরতে উৎসাহিত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে, ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় আগেভাগেই প্রস্তুতি নিয়েছে বরিশাল জেলা ও পুলিশ প্রশাসন। এরই মধ্যে তারা তাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন। মাস্ক না পরা ব্যক্তিদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানাগেছে, ‘শীতে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে বলে ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা। শীতের শুরুতেই বরিশাল তথা দক্ষিণাঞ্চলে সেই ধারণা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। অর্থাৎ এ অঞ্চলে করোনার দ্বিতীয় ঢেউ লেগেছে।

বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, গত অক্টোবরের তুলনায় চলতি নভেম্বরে সংক্রমিত রোগীর সংখ্যা বেড়েছে। আর দিন যত যাচ্ছে এর সংখ্যাও ততই বৃদ্ধি পাচ্ছে। সবশেষ হিসাব অনুযায়ী বরিশাল বিভাগের ছয় জেলায় শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট ৯ হাজার ৫৩১ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে ৮ হাজার ৭১১ জন সুস্থতা লাভ করলেও মৃত্যুবরণ করেছে ১৮২ জন। আক্রান্তদের মধ্যে মাত্র এক হাজার ৪৯৩ জন চিকিৎসা গ্রহণ করেছেন বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে।

স্বাস্থ্য অফিস আরও জানিয়েছে, চলতি মাষের শুরুর দিকে হালকা শীত পড়তে শুরু করেছে। চলতি নভেম্বর মাসের ১ তারিখে বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল মাত্র সাতজন। একই দিন সুস্থতা লাভ করেন ২১ জন। এর পর থেকেই শনাক্ত বাড়তে থাকে করোনায় আক্রান্ত করোগীর সংখ্যা।

এক পরিসংখ্যানে দেখা যায়, ‘চলতি মাসের গত ৮ নভেম্বর করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১৩ জন, এরপর ১৬ নভেম্বর ৪৬ জন, ১৭ নভেম্বর ২৫ জন, ১৮ নভেম্বর ২৩ জন, ১৯ নভেম্বর ২২ জন এবং ২০ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ৩৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পরিসংখ্যানবিদ এ.এস.এম আহসান কবির জানিয়েছেন, ‘চলতি মাসের পূর্বে গরম ছিল, তখন করোনায় আক্রান্ত শনাক্ত রোগীর সংখ্যা কমছিল। তবে শীতের শুরু থেকেই সংক্রমণের হার বেড়ে গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, ‘শীতে করোনার ভাইরাস থেকে সকলকে সতর্ক থাকতে বলেছে সরকার। কেননা শীতে করোনার দ্বিতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

পটুয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ ।

Share the post

Share the post রিয়াজুর রহমান পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে   বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার কর্তৃক  ইটবাড়িয়া সদর উপজেলাধীন এলাকায় ১০(মার্চ)  সকাল থেকে বিকাল পর্যন্ত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে প্রায় চার শতাধিক অসহায়, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে মানবিক এ কার্যক্রম পরিচালনা করা হয় বলে কোস্ট গার্ড […]

নওগাঁয় নাতনিকে ধর্ষণের চেষ্টা, দাদা আটক

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ :  নওগাঁর মহাদেবপুরে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া নাতনিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দাদাকে আটক করে সোমবার দুপুরে পুলিশে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটে গেল শুক্রবার সন্ধ্যায়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায় ,গেল শুক্রবার বিকেলে ইফতারি করানোর কথা বলে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের মাদ্রাসা পাড়ার মৃত সাদেক আলীর […]