ওসির তৎপরতায় দুর্ঘটনায় নিহতের পরিবার পেল আড়াই লাখ টাকা

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীনের তৎপরতায় সড়ক দুর্ঘটনায় নিহত জামাল উদ্দিনের পরিবার পেয়েছে আড়াই লাখ টাকা।
রোববার বাকলিয়া থানায় ডেকে নিয়ে জামাল উদ্দিনের স্ত্রীর হাতে উক্ত টাকা তুলে দেয়া হয়।
এর আগে গত বছরের ২৯ নভেম্বর শাহ আমানত সেতু এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় জামাল উদ্দিন নামে একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দীন বলেন, বাস মালিকের পক্ষ থেকে পাওয়া আড়াই লাখ টাকা নিহতের স্ত্রী ও নাবালক তিন সন্তানদের নামে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক লিমিটেডে একটি জয়েন্ট এফডিআর করার ব্যবস্থা করা হয়েছে। নাবালক সন্তানদের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত উক্ত হিসাব থেকে টাকা উত্তোলন করা যাবে না।