বগুড়ায় ঈদের দিন সকালে বাবা -ছেলে নিহতের ঘটনায় চালক গ্রেফতার

Share the post
এস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :ঈদের দিন সকালে বগুড়ায় নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসচালককে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। মঙ্গলবার রাতে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে সিরাজগঞ্জ থেকে জব্দ করা হয়েছে ঘাতক বাসটিও।
গ্রেফতারকৃত বাসচালকের নাম জসিম উদ্দিন ওরফে ‘নানা’। তিনি বরগুনার কুদিঘাটা এলাকার আজাহার আলীর ছেলে। তবে গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে থাকতেন তিনি। বুধবার বেলা সাড়ে ১১টায় বগুড়া হাইওয়ে পুলিশের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ- তথ্য জানান অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ।
এর আগে, গত ৭ই জুন ঈদের দিন সকাল ৭টার দিকে, শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে বাস চাপায় নিহত হন  মো. চাঁন মিয়া (৩৫) ও তার পাঁচ বছরের ছেলে মো. আবদুল্লাহ। ঈদের নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়েছিলেন তারা। চাঁন মিয়া নিজেও পেশায় একজন বাসচালক ছিলেন। তিনি দীর্ঘদিন নাবিল পরিবহনে চাকরি করেছেন এবং দক্ষ শ্রমিক সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। এ- ঘটনার পরদিন নিহতের বড় ভাই রাজা মিয়া শাজাহানপুর থানায় একটি মামলা করেন (মামলা নম্বর-১২)। এরপর হাইওয়ে পুলিশের শেরপুর ক্যাম্প তদন্ত শুরু করে।
অতিরিক্ত ডিআইজি মো. শহিদ উল্লাহ বলেন, প্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও গোপন সোর্সের সহায়তায় শনাক্ত করা হয় জোয়ানা পরিবহনের একটি বাস, যার নম্বর ঢাকা মেট্রো-ব-১৩-০৯০৯। ওই বাসটিই দুর্ঘটনার সময় ঘটনাস্থলে ছিল বলে নিশ্চিত হয় পুলিশ। বাসটির চালক ছিলেন বরগুনার জসিম উদ্দিন। গাজীপুরের কালিয়াকৈরে অস্থায়ীভাবে থাকতেন তিনি। তাকে গ্রেফতারের পাশাপাশি সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে বাসটিও আটক করা হয়েছে।
তিনি আরও জানান, বাস ও চালক বর্তমানে হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

৫ই আগস্ট সরকারি ছুটি মানলেন না বগুড়ার সান্তাহার এলএসডি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মিয়া

Share the post

Share the postএস.এম.জয়,বগুড়া :সোমবার ৫ই আগস্ট ‘জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত ঐতিহাসিক বিজয় দিবস’। এদিন সরকারি ভাবে সাধারণ ছুটি ঘোষণা করেছে ড. ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের সব প্রতিষ্ঠান এদিনের ছুটি উদযাপন করলেও খাদ্য বিভাগের মধ্যে সবচেয়ে বড় উপজেলার সান্তাহার এলএসডি (লোকাল স্টোরেজ ডিপো)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ছুটি উদযাপন করেননি বলে তথ্য মিলেছে। তিনি অফিস খোলা রেখে […]

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সরকারী আজিজুল হক কলেজের শিক্ষার্থী মোস্তাকিম নিহত

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া :বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থী রাকিব হোসাইন মোস্তাকিম নিহত হয়েছেন। রোববার (৬ই জুলাই) দুপুর ৩ টার দিকে কলেজ ক্যাম্পাসের ওয়াবদা গেটে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সরকারি আজিজুল হক কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাসিন্দা ছিলেন। নিহতের বন্ধুরা জানায়, রোববার দুপুরে মোস্তাকিম […]