ঊষা কর্তৃক মাভাবিপ্রবি শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্রেস্ট প্রদান
মো. নজমুল হাসান ভূঁইয়া, মাভাবিপ্রবি প্রতিনিধি : ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব হবিগঞ্জ (ঊষা) কর্তৃক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের বরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।২৯ মার্চ (শনিবার) ২০২৫, বিকেল ৩:০০ টায় এম. সাইফুর রহমান পৌর টাউন হল অডিটোরিয়ামে বর্ণাঢ্য নবীনবরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। সভাপতিত্ব করেন ঊষার সভাপতি মো. শাকিল হাসান, যিনি সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঊষার সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, যিনি নবীনদের স্বাগত জানান।
বিশেষ অতিথি হিসেবে শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও হবিগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে হবিগঞ্জ জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে ১১৫ জন শিক্ষার্থী ক্রেস্ট গ্রহণ করেন, যেখানে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। শুধুমাত্র একাডেমিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং বাস্তব দক্ষতা অর্জন করে নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।”
নবীনদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের মিথিলা চৌধুরী এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের মো. জিসান রহমান। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ঊষার এই আয়োজনে প্রায় ৩০০ জন শিক্ষার্থী ও অতিথি উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে একত্রিত হওয়ার সুযোগ হিসেবে এই ইফতার মাহফিল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া, অনুষ্ঠানে ঊষার অ্যালামনাই এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সাবেক সদস্যদের অংশগ্রহণ এক ভিন্ন মাত্রা যোগ করে।
সার্বিকভাবে, এটি হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণামূলক ও সফল আয়োজন হিসেবে প্রশংসিত হয়েছে।