উড়িরচর প্রবাসী ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন।

Share the post

জামসেদ আলম,সন্দ্বীপ প্রতিনিধি : উড়িরচর প্রবাসী ফাউন্ডেশনের আত্ম-মানবতা,ও দেশপ্রেমের কথা কবি ভাষা বলা যায়, দ্বীপ আমার জননী আমার, ধাত্রী আমার,আমার দেশ।কেন গো মা তোর শুষ্ক নয়ন?কেন গো মা রুখ কেশ?অবহেলিত দ্বীপের প্রতি এমন ভালোবাসার আর আক্ষেপ এবং বাস্তবতা উপলব্ধি করে প্রবাসে থাকা উড়িরচরের সন্তানেরা উড়িরচর প্রবাসী ফাউন্ডেশন নামে একটি সমাজিক সেবা মূলক সংগঠন গড়ে তুলেছেন।যেটি সমাজিক ও মানবিক ক্ষেত্রে ইতিমধ্যে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছে।উড়িরচর প্রবাসী সন্তানেরা নিজের পরিবার পরিজন ও দ্বীপের দুঃখ ঘোচাতে পৃর্থিবীর পথে বেরিয়ে পড়েছিলেন।নিজ দ্বীপ থেকে পৃর্থিবীর পথে ছড়িয়ে পড়া এই প্রবাসীরা শুধু ব্যক্তিক প্রয়োজনে যায়নি।যায়নি যে,তার প্রমাণ মিলেছে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের সময়।দ্বীপের মানুষের এমন সংকট মুহূর্তে উড়িরচর প্রবাসী ফাউন্ডেশন অসহায়, গরিব, এবং কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে ৫০পরিবারের মাঝে নগত ৫০,০০০টাকা,থানার হাট মাদ্রাসায় ২৫০০০টাকা,এবং রোবেল চিকিৎসার জন্য ২৫০০০টাকা সহ ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা করে দ্বীপ প্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্তর স্থাপন করে দ্বীপের সাধারণ মানুষের হৃদয় জয় করেছেন।তাদের এমন কষ্টার্জিত উপার্জন অর্থ নিজ দ্বীপের মানব কল্যানে ব্যায়ের পাশা-পাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দ্বীপের প্রবাসী রত্মদের শুধু অর্থ দিয়ে বিচার করলে সম্পূর্ণ অবদান প্রকাশ পাবে না।বিচ্ছিন্ন এই দ্বীপের প্রবাসী প্রায় ৩৬০ রত্মরা দ্বীপের বেকারত্বের হ্রসেও অপরিহার্য ভুমিকা পালন করে।উড়িরচর প্রবাসী ফাউন্ডেশন ছয় মাস আগে প্রতিষ্ঠা লাভ করলেও বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারনে কমিটি করা সম্ভব না হলেও গত ০১-০৮-২০২০ইং তারিখে উড়িরচর প্রবাসী ফাউন্ডেশনের সকল সিনিয়র জুনিয়র সদস্যদের ঐক্যমতের ভিত্তিতে অনলাইনে ভোট নেওয়ার সিদ্ধান্ত হয়।সেই সিদ্ধান্ত অনুযায়ী ০৮-০৮-২০২০ইং অনলাইনে ভোট নেওয়া হয়েছে।এতে সভাপতি পদে বিজয় অর্জন করেন মোঃ সোহরাব এবং সাধারণ সম্পাদক পদে মোঃ বসার নির্বাচিত হয়েছেন।নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন অত্র ফাউন্ডেশনের সিনিয়র ও বর্তমান কমিটি উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হাসান, বাবর, এবং ইউনুছ।পরবর্তীতে উপদেষ্টা মন্ডলী অনলাইনে অ্যাক্টিভিটির সদস্যদের উপস্থিতিতে জ্যেষ্ঠতা, মেধা ও দক্ষতার ভিত্তিতে অন্যান্য পদ গুলো মনোনীত করে পূর্ণঙ্গ কমিটি ঘোষণা করেন।উপদেষ্টা চারজন হলেন,মোঃ হাসান, মোঃ সোহেল ইউনুছ,মোঃ বাবর। কমিটির অন্যান্য পদ গুলো হলোঃ নাজিম উদ্দীন সাইফুল সহ-সভাপতি, মোঃ জাফর প্রচার-সম্পাদক,মোঃ সাদ্দাম হোসেন মুন্না অর্থ-সম্পাদক,মোঃ দুলাল সাংগঠনিক -সম্পাদক, মোঃ জাবেদ ধর্ম-সম্পাদক।পরে উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ সোহেল, মোঃ বাবর,এবং ইউনুছ সকলে কে মিলে মিশে কাজ করার আহবান জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

গুপ্তছড়া- কুমিরা ঘাটে ভাড়া বুদ্ধির কারনে প্রতিবাদ সমাবেশ ১১ ফেব্রুয়ারি।

Share the post

Share the postমোঃফায়েল খান (সন্দ্বীপ): গুপ্তছড়া -কুমিরা নৌরুটে স্পীড বোটের ভাড়া বৃদ্ধি,অব্যবস্থাপনা, সামান্য মাল থাকলেও অযৌক্তিক ভাড়া সহ যাত্রীদের সাথে খারাপ ব্যবহারের প্রতিবাদে সন্দ্বীপ ডেভলপমেন্ট ফোরাম লিমিটেড ঢাকার উদ্যোগে এবং সন্দ্বীপ সমাজ উত্তরা ঢাকা, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ ঢাকা, সন্দ্বীপ নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ হরিশপুর নদী সিকস্তি কল্যাণ সমিতি, সন্দ্বীপ ফ্রেন্ডস ক্লাব ও সোনালী […]

সন্দ্বীপ ১৮ বছরের নিচে মোটরসাইকেল চালানো নিষিদ্ধ ।

Share the post

Share the postমোঃ ফায়েল খান,(সন্দ্বীপ): চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার যানবাহন চলাচলের মধ্যে বেশি চলে মোটরসাইকেল আর তাতে বেড়ে চলছে মোটরসাইকেল এক্সিডেন্ট। তবে এক্সিডেন্ট শতকরা ৮৫ % হচ্ছে ১৮ বছরের নিচে ছেলেরা। তাই চট্রগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ উপজেলার ১৮ বছরের নিচে মোটরসাইকেল নিষিদ্ধ ঘোষনা করছেন এবং তার সাথে অমান্যকারী কে জেল ও জরিমানা […]