

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সোমবার উল্লাপাড়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্ম বার্ষিকী উপলক্ষে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন, নগদ অ্যাপসের মাধ্যমে টাকা এবং স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ১ লাখ টাকা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন এসব সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে উপজেলা বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) অথার্য়নে ২৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়। এছাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকতার্র অথার্য়নে অপর সামগ্রী ও নগদ অর্থ দুস্থদের মধ্যে তুলে দেওয়া হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, অধ্যাপক শামীম হাসান, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মোঃ নজরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নিলুফা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।