উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পথচারী মানুষের মাঝে মাস্ক বিতরণ
রাজু আহমেদ( নীলফামারী জেলা প্রতিনিধি): সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় পথচারীদের মাঝে বিনামূল্য মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি বিষয়ে জনচেতনতা মূলক সভা করা হয়েছে। রবিবার (৩ জানুয়ারী) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে কোভিড-১৯ প্রতিরোধে স্বা্স্থ্য বিধি মানার ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিতে ওই কর্মসূচী পালন করা হয়। এ সময় পথচারী ও যানবাহনে মাস্কবিহীন চলাচলকারী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ এবং হ্যান্ড মাইকের মাধ্যমে জনগণকে করোনা ভাইরাসের দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় সচেতন করা হয়। রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. আহাদ আলীর নেতৃত্বে বিনামূল্যে মাস্ক বিতরণ ও প্রচারণা কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু মোঃ আলেমুল বাশার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আরমান হোসেন রনি, মেডিকেল টেকনোলোজিস্ট (ইপিআই) আবু তাহেল সিদ্দিকী, স্বাস্থ্য পরিদর্শক মোঃ বরকত উল্লাহ প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ আরমান হোসেন রনি জানান, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে রবিবার সৈয়দপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সভা করা হয়েছে। এবং সকলকে সাবধানতা অবলম্বন করে চলাচল করতে বলা হয়েছে।