ঈশ্বরদীতে ভেঙ্গে ফেলা আ’লীগ কার্যালয়ের স্থলে নির্মিত হচ্ছে রূপপুর প্রকল্পের ওয়েদার মনিটরিং টাওয়ার
মহিদুল ইসলাম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের ভেঙ্গে দেওয়া কার্যালয়ের স্থলে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের ‘ওয়েদার মনিটরিং টাওয়ার’। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর ভেঙে দেওয়া হয় শহরের ফকিরের বটতলা সংলগ্ন উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়। মূলত সেই জমিতেই নির্মাণ করা হচ্ছে ওয়েদার মনিটরিং টাওয়ার। শুক্রবার থেকে এ টাওয়ার নির্মাণের কাজ শুরু করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালালে ছাত্র-জনতা এ কার্যালয়টি ভাংচুর করে। এরপর চলতি বছরের ৫ ফেব্র“য়ারি রাত সাড়ে ১১টার দিকে ছাত্র-জনতা একত্রিত হয়ে পুনরায় এ আওয়ামী কার্যালয় ভাংচুর করে ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়।
পাকশী রেলওয়ের বিভাগীয় কার্যালয় সুত্রে জানা যায়, রেলের এ জায়গায় দীর্ঘদিন থেকে কার্যালয় বানিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ কার্যক্রম চালিয়ে আসছিল। ছাত্র-জনতার আন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে ছাত্র-জনতা কার্যালয়টি ভেঙে ফেলে।
শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, এসকেভেটর দিয়ে ভেঙে ফেলে রাখা ইট-পাথর সরানো হচ্ছে। সামনে একটি ব্যানার টাঙানো হয়েছে। তাতে লেখা রয়েছে, ‘রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ওয়েদার মনিটরিং টাওয়ার প্রকল্প, নির্মাণ কাজ চলিতেছে।’ সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এ কাজটি বাস্তবায়নে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরাধনা এন্টারপ্রাইজ।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সাব এ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার আতিকুর রহমান জানান, রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয় প্রকৌশলী-২ থেকে বলা হয়েছে, ভেঙে ফেলা আওয়ামী লীগের কার্যালয়ের স্থানে রূপপুর প্রকল্পের জন্য ওয়েদার মনিটরিং টাওয়ার নির্মাণ হবে। কাজ শুরু হলে তা দেখার জন্য।
রূপপুর প্রকল্পের একটি সুত্র জানায়, রেলওয়ের অনুমতি সাপেক্ষে ওয়েদার টাওয়ার নির্মাণ কাজ শুরু করা হয়েছে। শুধু এই জায়গায় নয়, ঈশ্বরদী ও পাকশীর বিভিন্ন জায়গায় রূপপুর প্রকল্পের জন্য ৫টি এবং কুষ্টিয়ার ভেড়ামারা স্টেশন এলাকায় ১টি ওয়েদার মনিটরিং টাওয়ার নির্মাণ করা হবে।