ঈশ্বরদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন!

Share the post

মহিদুল ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদীতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে। জানা গেছে পারিবারিক কলহের জেরে বড় ভাই মনিরুল সরদারের লোহার হাতলের আঘাতে ছোট ভাই দিপু সরদার জিপু (৩২) নিহত হয়েছে। সে সময় জিপুর বাটামের আঘাতে গুরুতর আহত হয়েছেন বড় ভাই মনিরুল ইসলাম সরদার। বর্তমানে সে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঈশ্বরদী উপজেলার লীকুন্ডা ইউনিয়নের এই ঘটনা ঘটে। নিহত জিপু ও আহত মনিরুল আপন দুই ভাই।
স্থানীয় এলাকাবাসী জানায়, কয়েক বছর আগে জিপু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি অবিবাহিত হওয়ায় বাবা ও মায়ের সঙ্গে ছিলেন। প্রায়ই তুচ্ছ বিষয় নিয়ে একই বাড়িতে থাকা বড় ভাই মনিরুল ইসলামের সঙ্গে ঝগড়া-বিবাদ সৃষ্টি করতেন তিনি। বৃহস্পতিবার সকালে বাড়িতে পানি উত্তোলনের জন্য সাবমার্সিবল পাম্প বসানোকে কেন্দ্র করে জিপু তার বড় ভাই মনিরুল সরদারের সঙ্গে বিবাদ সৃষ্টি করেন। এক পর্যায় জমিজমা ভাগ-বাটোয়ারা না করে পাম্প না বসানোর জন্য বাধা দেন। এতে দুই ভাইয়ের মধ্যে বাগবিতন্ডা  তীব্র আকার ধারণ করে। এক পর্যায়ে জিপু তার বড় ভাই মনিরুলকে কাঠের বাটাম দিয়ে আঘাত করে। এতে তার বাঁ হাতের হাড় ভেঙে যায়। পরে প্তি হয়ে মনিরুল লোহার হাতল দিয়ে জিপুর মাথায় আঘাত করায় গুরুত্ব আহত হন। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় দু’জনকেই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জিপুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) প্রেরণ করা হয়। কিন্তু রামেক নেওয়ার পথে জিপুর মৃত্যু হয়।
ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, নিহত দিপু সরদার জিপুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জিপুর বড় ভাই মনিরুল চিকিৎসাধীন রয়েছেন। পরিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। এ জন্য আপাতত থানায় ইউডি মামলা করা হয়েছে। পরিবার থেকে অভিযোগ দায়ের করা হলে তদন্তপূর্বক আইনগত পদপে নেওয়া হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

ঈশ্বরদীতে ভেঙ্গে ফেলা আ’লীগ কার্যালয়ের স্থলে নির্মিত হচ্ছে রূপপুর প্রকল্পের ওয়েদার মনিটরিং টাওয়ার

Share the post

Share the postমহিদুল ইসলাম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগের ভেঙ্গে দেওয়া কার্যালয়ের স্থলে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের ‘ওয়েদার মনিটরিং টাওয়ার’। গত ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগের পর ভেঙে দেওয়া হয় শহরের ফকিরের বটতলা সংলগ্ন উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যালয়। মূলত সেই জমিতেই নির্মাণ করা […]

ঈশ্বরদীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ!

Share the post

Share the postমহিদুল ইসলাম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:নিরাপদ সড়ক চাই, ভালোভাবে স্কুলে যাই’ এই শ্লোগানকে সামনে রেখে সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বালক উচ্চ বিদ্যালয় ও রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে পাবশী-পাবনা মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচী পালন করে। প্রায় ঘন্টা ব্যাপী চলা […]