ঈশ্বরদীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ!
মহিদুল ইসলাম ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:নিরাপদ সড়ক চাই, ভালোভাবে স্কুলে যাই’ এই শ্লোগানকে সামনে রেখে সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। গতকাল রোববার দুপুরে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর বালক উচ্চ বিদ্যালয় ও রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে পাবশী-পাবনা মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচী পালন করে। প্রায় ঘন্টা ব্যাপী চলা কর্মসূচীতে শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেষ্টুন হাতে সড়ক অবরোধ কর্মসূচী পালন করে।
শিক্ষার্থীরা জানান, শনিবার সকালে স্কুলে যাওয়ার সময় বেপরোয়া গতিতে মটর সাইকেলের ধাক্কায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। মূলত সড়কে নিজেদের নিরাপদ চলাচলের জন্যই শিক্ষার্থীরা এই কর্মসূচী পালন করে। আয়োজিত কর্মসূচীতে স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও সকল শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজিত কর্মসূচীতে বক্তব্য রাখেন রূপপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা, সহকারী শিক্ষক মওলানা মোঃ আব্দুর রহমান, ফারহানা রহমান, তৌহিদুল ইসলাম, আমান উল্লাহ, শরিফুল ইসলাম, কোহিনুর বেগম, রকিবুল ইসলাম, সিনথিয়া ইসলাম, রূপপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা বুলবুল, সহকারী শিক্ষিকা আনিসুর রহমান, কারিবুল ইসলাম, নরোত্তম, আরিফ সাদাত, দ্বিশা ইসলাম দ্বীপা, জেসমিন আক্তার এবং এলাকাবাসীর মধ্যে প্রভাষক মোঃ আজমল হোসেন সুজন, মোঃ নূর নবী ও আব্দুল হালিম প্রমুখ।