

মাহমুদুল ইসলাম সাগর জেলা প্রতিনিধি ঃফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সাভার সরকারি কলেজ ছাত্রদল বিক্ষোভ করে ইসরাইলি পণ্য বর্জনের আহবান জানিয়েছেন। কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও বিক্ষোভ করের নেতাকর্মীরা।
(৮ এপ্রিল) বেলা প্রায় ১১টায় সাভার সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বরে গিয়ে মাধ্যমে শেষ হয়।
এ কর্মসূচিতে সাভার মডেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।
এ সময় সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমু ইমরান, সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সহ সভাপতি হাবিব, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান সম্পাদক রিচওয়েল, সাংগঠনিক সম্পাদক রায়হান মাহবুব ও মারুফ হাসান, প্রচার সম্পাদক আল-আমীন সহ নেতাকর্মীর অংশ নেন।
নেতাকর্মীরা ইসরাইলের নৃশংস গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ববাসীকে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একই সাথে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন, নিরীহ ফিলিস্তিনিদের উপর যারা হামলা চালায়, তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করা আমাদের নৈতিক দায়িত্ব।