ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে দুর্গাপুর সাংবাদিক সমিতির বিক্ষোভ কর্মসূচি 

Share the post
দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধিঃগাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে নেত্রকোণার দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্গাপুর সাংবাদিক সমিতি। ইসরায়েলি আগ্রাসন বন্ধ করে ফিলিস্তিন বাঁচাও স্লোগানে সোমবার (৮ এপ্রিল) দুপুর ২টায় সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পেশাজীবী, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বিক্ষোভ সমাবেশে দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার এর সভাপতিত্বে ও সহ-সভাপতি মোরশেদ আলম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,কবি লোকান্ত শাওন,উদীচী উপজেলা কমিটির সভাপতি কমরেড শামসুল আলম খান,এনজিও সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার,বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং,মানবাধিকার পর্যবেক্ষণ পরিষদের উপজেলা কমিটির  সাধারণ সম্পাদক আল ইমরান সম্রাট গণি,সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম কমল,সাংবাদিক মামুন রণবীর,সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদক নূর আলম,ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন শাওন,মার্কাজ মাদ্রাসার যুব কমিটির সভাপতি সোহেল আকাশ,পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির দপ্তর সম্পাদক টুকন সরকার,শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা,এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার,বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আল নোমান শান্ত।
এই সমাবেশে আরো উপস্থিত ছিলেন,বসুন্ধরা শুভসংঘের উপজেলা কমিটির উপদেষ্টা কলি হাসান,দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়,আব্দুল হক,পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ার,ব্যবসায়ী
রুহুল আমিন, কবরস্থান কমিটির সভাপতি উমর ফারুক,ব্যবসায়ী হাফিজুল ইসলাম,শিক্ষার্থী জহির রায়হান সহ অনেকে।
সমাবেশে আলোচনাকালে বক্তারা বলেন, গাজায় নারী-শিশুসহ নিরীহ মানুষের ওপর বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। অথচ বিশ্ব সম্প্রদায় নির্বিকার। এই অবস্থায় মানবতার পক্ষে দাঁড়ানো প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব।
দুর্গাপুর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন,
গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদে আজ আমরা দুর্গাপুর সাংবাদিক সমিতির পক্ষ থেকে গভীর উদ্বেগ ও নিন্দা জানাচ্ছি। এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের মাধ্যমে এই বার্তা দিতে চাই নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই সকলের মানবিক দায়িত্ব।   ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণ এবং গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানাই।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

আরো ৪৭ জনকে চোখ অপারেশনে পাঠালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, জটিন ও কঠিন রোগে আক্রান্ত যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না, এমন অসহায় মানুষদের চিকিৎসা করানোর মানবিক উদ্যোগ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রবিবার (১০ আগস্ট) সকালে ৬ষ্ঠ […]

নেত্রকোনার বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর  অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয় নেত্রকোনা : করবো বীমা গড়বো দেশ উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিয়ন্ত্রিত ইসলামীক শরিয়াহ মোতাবেক পরিচালিত বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জোন ও সার্ভিস সেন্টারে কর্মী প্রশিক্ষণ কর্মশালা ও মৃত্যু দাবির চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় নেত্রকোনা জোন ও সার্ভিস […]