

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের সার্বিক অবস্থা ও খোঁজখবর নিতে সশরীরে হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তিনি হল পরিদর্শনে আসেন। এ সময় হলের লাইব্রেরীর জন্য নিজ অর্থায়নে ৫ হাজার টাকা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. ওবায়দুল ইসলাম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান। এছাড়া হলের আবাসিক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
লাইব্রেরী পরিদর্শনের সময় উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। এসময় তিনি লাইব্রেরীতে কী ধরনের বই রাখা যেতে পারে সে বিষয়ে পরামর্শ দেন এবং শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী হতে উৎসাহিত করেন।
লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান উপাচার্যের হল পরিদর্শন ও লাইব্রেরীর জন্য আর্থিক সহায়তা প্রদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের পাঠচর্চা ও একাডেমিক মনোনিবেশ বৃদ্ধির লক্ষ্যে লালন শাহ হলের গণরুমকে রিডিং রুমে রূপান্তর করা হয়েছে। গত ৭ মে এক অনুষ্ঠানে উপাচার্য এ রিডিং রুমের উদ্বোধন করেন এবং লাইব্রেরীর জন্য ৫ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা বুধবার তিনি নিজ হাতে প্রদান করেন।