

ইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা ও শ্রীকৃষ্ণ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্যের অভিযোগের ভিত্তিতে তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নির্দেশে গঠিত এই কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের পেছনের প্রকৃত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে বৃহস্পতিবার (৭ আগস্ট) এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং সদস্য সচিব হয়েছেন আইসিটি বিভাগের অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম। অন্য সদস্যরা হলেন দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল করিম এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিটন বরণ সিকদার।
কমিটির আহ্বায়ক অধ্যাপক রুহুল আমিন জানান, “কমিটির বিষয়ক চিঠি পেয়েছি। ইতোমধ্যে সদস্যদের সঙ্গে যোগাযোগ হয়েছে। শনিবার প্রথম সভা ডাকা হয়েছে। নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া হবে।”
প্রসঙ্গত, বুধবার (৬ আগস্ট) অভিযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা। অভিযুক্ত হলেন অত্র বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল মুহাইমিন ইসলাম।