আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী তে বৃক্ষ চারা বিতরণ করলেন চবি ছাত্রলীগ নেতা মনসুর।

Share the post

(আসাদুজ্জামান বুলবুল): ২০২০ সালে ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পদার্পন করল বাংলাদেশ অাওয়ামী লীগ। সংগ্রাম, গৌরব অার ঐতিহ্যের এশিয়ার এই প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক সংগঠনটি মানুষের অধিকার অাদায়ে নেতৃত্বে সর্বদা বাংলার জনগণের পাশে অাছে। দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় ও শতভাগ সফলতা নিয়ে দলীয় নেতাকর্মীরা মাঠ পর্যায়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ অা.লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশের অর্থনৈতিক মুক্তি, শিক্ষা, স্বাস্থ্য কৃষি, মাথাপিছু অায় বৃদ্ধি, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে বৈপ্লবিক পরিবর্তন করে বিশ্বের কাছে ভূয়সী প্রশংসিত হয়। বাংলাদেশ অা.লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বল্প পরিসরে বৃক্ষরোপণ বিতরণ কর্মসূচির অায়োজন করে করেছেন চট্টগ্রাম

বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মনসুর অাবেদীন। গতকাল বিকাল ০৪ টায় মহেশখালীতে নিজ এলাকায় স্কুলের মাঠে সামাজিক দূরত্ব অার নিয়মবিধি মেনে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে তিনি কয়েকশ ফলজ, বনজ চারা বিতরণ করেন। এসময় স্কুল, ইউনিয়ন, কলেজ, মহানগর, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা মনসুর অাবেদীন বলেন, বাংলাদেশ অা.লীগ অাসলেই অনুভূতির নাম, বৃহৎ অা.লীগ পরিবারের সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। দুঃসময়ে অামার বাবা বিরোধী দলের দ্বারা নির্যাতনের স্বীকার হয়েছিল। সেই বাবার অাদর্শ থেকে স্কুল জীবনে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে রাজনীতির প্রতি অাবেগ অার ভালবাসা জন্মে। তাই এ দলের কর্মী হয়ে যেকোনে কাজে নিজেকে নিয়োজিত রাখতে প্রশান্তি লাগে। দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণের প্রতি নেতাকর্মীদের জোর তাগিদ দেন। বিভিন্ন কারনে অামাদের এই বৃক্ষ সম্পদ অামাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই অামাদের নেত্রীর নির্দেশ ছিল সবাই যেন নিজের অাঙ্গিনায় অাশেপাশে বৃক্ষ রোপন করেন৷ পরিবেশকে সুরক্ষিত রাখতে সবাইকে সর্বোচ্চ সচেতন হতে হবে৷ । এই দায়িত্ববোধ ও বঙ্গবন্ধু কন্যার এই পরিবেশ বান্ধব নির্দেশ পালন অামাদের নৈতিক দায়িত্ব। এই বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে তার সুদূরপ্রসারী চিন্তা অাছে বলে জানিয়েছেন। এ কাজে যেসকল ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রাণবন্ত করেছে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান এবং প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে এই সচেতনামূলক কর্মসূচির অাহ্বান করেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

অসচ্ছল শিক্ষার্থীর পাশে ইবি’র ছাত্রদল নেতা

Share the post

Share the postইবি প্রতিনিধি: নানা প্রতিকূলতা পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ মেলে অনেকেরই, কিন্তু আর্থিক সংকটের কারণে পড়াশোনা চালিয়ে যাওয়া হয়ে ওঠে না সবার। তেমনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক আর্থিকভাবে অসচ্ছল ছাত্রী পড়াশোনা বন্ধ হওয়ার শঙ্কায় পড়েছিলেন। ঠিক সেই মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ইবি শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ। টাকার অভাবে […]

সিরাজগঞ্জ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

Share the post

Share the postজলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে।বুধবার, ১৩ আগস্ট, সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করেছে। সকাল থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে রেললাইনে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবির পক্ষে জনমত গঠনের চেষ্টা […]