আরটিভি বাংলার গায়েন এর চট্টগ্রামের ছেলে শাহরিয়ার কে বিজয়ী করতে এসএমএস এর প্রয়োজন।
চট্টগ্রাম সংবাদ: সম্প্রতি বেসরকারি টেলিভিশন আরটিভিতে আয়োজিত বাংলার গায়েন 2020 এ অংশগ্রহণ করেছিল চট্টগ্রামের ছেলে শাহরিয়ার চৌধুরী। নিজের যোগ্যতায় এবং বিচারকদের মন সন্তুষ্ট করে গানের রাজ্যে সবার মনকে জয় করে আরটিভির বাংলার গায়েন এ সেরা নয় জনে পৌঁছে গিয়েছেন চট্টগ্রামের ছেলে শাহরিয়ার চৌধুরী। সেরা 9 জন থেকে সেরা ছয় জনে বাছাই হতে প্রয়োজন মোবাইলের এসএমএস।তাই চট্টগ্রামের ছেলে শাহরিয়ার কে বিজয়ী করতে চট্টগ্রামের সকল বাসীদের প্রতি আহ্বান জানানো হয়েছে যে শাহরিয়ারকে বিজয়ী করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে যে কোন নম্বর থেকে যত খুশি ততবার এসএমএস করতে হবে। আপনাদের এসএমএসে বিজয়ী হতে পারে চট্টগ্রামের ছেলে শাহরিয়ার। এসএমএস প্রক্রিয়াটি নিম্নে দেয়া হল মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন BG<space<42 তারপর পাঠিয়ে দিবেন 26969 এই নম্বরে।