আবারও করোনা সঙ্কটে মানবতার হাত বাড়িয়ে দিলো রাইসিং স্টার।

Share the post

এস এইচ জনি(ঢাকা প্রতিনিধি): মানুষ যেখানে নিজেদের জন্য খাবার মজুদ করে গৃন্নিত কাজ করছে সেখানে রাইসিং স্টার দরিদ্র মানুষের পেটের জোগান দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে।করোনাভাইরাসের কারনে বাংলাদেশসহ পুরো বিশ্বে যখন সংকটময় অবস্থায় তখন অনেকেই সামনে থেকে লড়াই করছেন।মানবতার জায়গা থেকে এগিয়ে আসছেন অনেকেই।

রাজধানীসহ সারাদেশের কলকারখানাসহ সব প্রতিষ্ঠান বন্ধ, থমকে গেছে জীবনযাত্রা। দিনমজুর থেকে শুরু করে অনেকেরই এখন চিন্তার ভাজঁ।

এমন সংকটময় অবস্থায় অসহায়দের মধ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন রাইসিং স্টার নামে একটি চ্যারিটি প্রতিষ্ঠান-রাইসিং স্টার চ্যারিটি বাংলাদেশ।

রাইসিং স্টার চ্যারিটি বাংলাদেশ এর সিইও আবির আহমেদ খান জানান, দেশের অবস্থা বিবেচনা করে আগামী ১৫দিন তারা রিক্সাওয়ালাসহ দিনমজুরদের মাঝে ৫ কেজি করে চাল, এক কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তেল এবং ৪ টা করে ডিম বিতরন করবেন।

তাদের ১০ জনের একটি ভলান্টিয়ার টিম প্রতিদিন রাস্তায়  দাড়িয়ে থেকে দিনমজুরসহ রিক্সাওয়ালাদের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে বিতরন করবেন বলে জানা গেছে।

এ কার্যক্রম সামনের দিনগুলোতে অব্যহত থাকবে বলে তিনি জানান।  এছাড়া এ ব্যপারে সকলের সহযোগীতা চেয়েছেন রাইসিং স্টার এর সিইও।

রাইসিং স্টার চ্যারিটি বাংলাদেশ এর মুল অফিস উত্তরার তিন নম্বর সেক্টরে। প্রতিষ্ঠানটি দীর্ঘ ৬ বছর ধরে তাদের বিভিন্ন ধরনের সেবামুলক  কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া উত্তরায় তাদের পরিচালিত একটি স্কুলও রয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Releated

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]

আশুলিয়ার অলিগলিতে এখন মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছেন মাদক ব্যাবসায়ীগন উঠতি বয়সী তরুণরা প্রচন্ড ঝুঁকির মুখে!!!!

Share the post

Share the postমোঃ আবু ছালেহ বিপ্লব  ঢাকা জেলা প্রতিনিধি :ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ার জামগড়া ভাদাইলসহ আশেপাশের বেশ কয়েকটি এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে মাদকের করাল গ্রাস। স্থানীয়রা অভিযোগ করছেন, পাড়া-মহল্লা, অলিগলি—কোথাও যেন নেই মাদক ব্যবসায়ীদের উপস্থিতি থেকে মুক্ত কোনো জায়গা। সম্প্রতি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইয়াবা ও টাপেন্টাডল নামক একটি নতুন ধরনের মাদকের ব্যবহার। […]