আন্ডার পাসের দাবিতে সোনারগাঁয়ে শিক্ষার্থীসহ এলাবাসীর মানববন্ধন
ফাহাদ, সোনারগাঁ প্রতিনিধি :নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয়দের নিরাপদ যাতায়াতের জন্য এশিয়ান হাইওয়ে সড়কের ওটমা এলাকায় আন্ডার পাসের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার বিকেলে জামপুর ইউনিয়নের তিন গ্রামের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা এ মানববন্ধন ও বিক্ষোভ করে। এসময় উটমা, পেচাইন ও কোবাগা গ্রামের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, উটমা এলাকার সিরাজুল ইসলাম রতন, মাসুদ মিয়া, পেচাইন গ্রামের ফজলুল হক, কোবাগা গ্রামের আমিনুল ইসলাম ও স্কুল শিক্ষার্থী তাহমিনা আক্তার প্রমুখ। এসময় দুই শতাধিক এলাকাবাসী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে তারা এশিয়ান হাইওয়ে সড়কে বিক্ষোভ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ান হাইওয়ে সড়কে নিরাপদ চলাচলের জন্য আন্ডার পাস জরুরী হয়ে পড়েছে। সড়ক প্রসস্থ হওয়ার কারনে দেশের বিভিন্ন স্থানে এ সড়ক দিয়ে প্রতিদিন দূর পাল্লার যানবাহনসহ ভারী যানবাহন চলাচল করে। ফলে দূর্ঘটনার ঝুঁকি বেড়েছে। এ সড়ক দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে সড়ক নির্মাণের পাশাপাশি এ উটমা এলাকায় আন্ডার পাস করা হলে দূর্ঘটনা রোধ হবে।
বক্তরা আরো বলেন, জামপুর ইউনিয়নের উটমা এলাকা গুরুত্বপূর্ন স্ট্যান্ড। এখানে ছোট বড় বিভিন্ন যানবাহনে মানুষ উঠা নামা করেন। এখানে আশপাশের তিন গ্রামের ৪-৫ হাজার লোক রাস্তা পারাপার হয়ে থাকেন। পাশাপাশি ছোট শিশুরা স্কুলে যাওয়া আসা করে। ফলে এখানে আন্ডার পাস হলে নিরাপদভাবে মানুষ যাতায়ত করতে পারবেন।